গাড়ি থেকে ছিটকে রাস্তার উপরে পড়ে ওই র্যাপিডো চালক। এরপর পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি মালবাহী ট্রাক ওই চালককে পিষে দিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চালকের। অপরদিকে র্যাপিডোতে বসে থাকা মহিলাটি গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেশতলা ট্রাফিক গার্ডের পুলিশ ও জিনজিরা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ আধিকারিকরা।
advertisement
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। এর পাশাপাশি ঘাতক গাড়ির ও চালকের খোঁজে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মৃত রাপিডো চালকের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। আহত মহিলার নাম স্বাগতা চ্যাটার্জী বাড়ি বাটানগরের নুঙ্গি ধর্মতলায়। তিনি পেশায় একজন চিকিৎসক।
