আর তাই আরও একবার দক্ষতা ও তৎপরতার নজির গড়ল সোনারপুর জিআরপি। পুলিশের সক্রিয় পদক্ষেপে উদ্ধার করা হল হারিয়ে যাওয়া প্রায় ২৫০টি মোবাইল ফোন। দীর্ঘদিন ধরে বিভিন্ন যাত্রী ও সাধারণ মানুষ ট্রেনে যাতায়াতের সময় কিংবা রেলচত্বরে মোবাইল হারানোর অভিযোগ জানিয়ে আসছিলেন। সেই সব অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে সোনারপুর জিআরপি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আধুনিক প্রযুক্তি, মোবাইল ট্র্যাকিং ব্যবস্থা এবং নির্ভরযোগ্য সোর্সকে কাজে লাগিয়েই এই বিপুল সংখ্যক মোবাইল ফোন উদ্ধার সম্ভব হয়েছে।
advertisement
প্রতিটি অভিযোগ আলাদা করে খতিয়ে দেখে, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ধাপে ধাপে তদন্ত চালানো হয়। এর ফলেই বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করতে সক্ষম হন পুলিশ আধিকারিকরা। শুধু উদ্ধারই নয়, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি প্রকৃত গ্রাহকদের হাতে ফিরিয়ে দেওয়ারও উদ্যোগ নেয় সোনারপুর জিআরপি।
সম্প্রতি আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে প্রায় ৫০ জন মোবাইল গ্রাহকের হাতে তাদের হারিয়ে যাওয়া ফোন তুলে দেন পুলিশ আধিকারিকরা। নিজের হারানো মোবাইল ফিরে পেয়ে গ্রাহকদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দ। সোনারপুর জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক শুভদীপ দাস জানান, থানার সমস্ত কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা ও সক্রিয় ভূমিকাতেই এই সাফল্য এসেছে।
তিনি আরও বলেন, হারিয়ে যাওয়া মোবাইল গ্রাহকদের হাতে ফিরিয়ে দিতে পেরে পুলিশকর্মীরাও অত্যন্ত সন্তুষ্ট। ভবিষ্যতেও যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা এবং সম্পত্তি উদ্ধারে সোনারপুর জিআরপি একইভাবে তৎপর থাকবে বলে আশ্বাস দেন তিনি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি (DEB) জোন শ্রী তমাল দাস। সোনারপুর জিআরপির এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন তিনি।






