TRENDING:

জমি লিখে দিতে হবে, বাবাকে দা দিয়ে কোপাল ছেলে!

Last Updated:

বাসন্তী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাসন্তী: জমি লিখে না দেওয়ায় বাবাকে দা দিয়ে কোপালো ছেলে। অভিযোগ বড় ছেলের বিরুদ্ধে।
advertisement

কাঠালবেড়িয়া অঞ্চলের কলতলা গ্রামে স্ত্রী মরিয়ান বিবিকে নিয়ে নিজের শ্বশুরবাড়িতে থাকেন মোজাম্মেল লস্কর। মোজাম্মেল জানান তাঁর বড় ছেলে সাইদুল লস্কর তাঁদের খেতে, পরতে দেয় না। সেই জন্য তাঁরা শ্বশুর বাড়িতে থাকেন।

সেরা ভিডিও

আরও দেখুন
কাজ নেই-র দিন শেষ,ছাদের তলায় বসেই কয়েক হাজার টাকা রোজগার ঘরের বউদের,সংসার চলছে রমরমিয়ে
আরও দেখুন

মোজাম্মেল লস্কর শ্বশুর বাড়ি ছেড়ে অন্যত্র বাড়ি করে চলে যাচ্ছেন। সেই জন্য মোজাম্মেলের শ্বশুরবাড়ির জায়গা সাইদুলকে দিতে হবে এমনই দাবি সাইদুলের ৷ এ নিয়ে মোজাম্মেলের সঙ্গে তার বড় ছেলে সাইদুলের বিবাদ হয় ৷ সে সময় সাইদুল তার বাবাকে দা দিয়ে কোপ মারেন ৷ তাঁকে বাঁচাতে ছুটে আসেন স্ত্রী মারিয়ান ও ছোট ছেলে মনিরুল ৷ তখন তাঁদেরও দা দিয়ে মাথায় কোপ মারে সইদুল। তাঁদের রক্তাক্ত অবস্থায় বাসন্তী গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এখন তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনায় বাসন্তী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জমি লিখে দিতে হবে, বাবাকে দা দিয়ে কোপাল ছেলে!