TRENDING:

Bardhaman News: কৃষি জমি থেকে বেআইনিভাবে কেটে নেওয়া হচ্ছিল মাটি, অভিযানে গিয়ে যা করল পুলিশ...

Last Updated:

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, জমির মালিককে আগাম কোনও কিছু না জানিয়েই এই মাটি কেটে তা পাচার করা হচ্ছিল। এর ফলে জমি নীচু হয়ে যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: দিনেদুপুরে কৃষি জমি থেকে চলছে বেআইনিভাবে মাটিকাটা। সেই মাটি চলে যাচ্ছে ইটভাটায়। অতঃপর অভিযোগ পেয়ে অভিযানে নামল পুলিশ। চাষের মাঠ থেকে জেসিবি নামিয়ে মাটিচুরির একটি চক্রকে হাতেনাতে পাকড়াও করল তারা। আটক করা হয়েছে ট্রাক্টর ও জেসিবি মেশিন।
কৃষি জমি থেকে বেআইনিভাবে কেটে নেওয়া হচ্ছিল মাটি, অভিযানে গিয়ে কী করল পুলিশ?
কৃষি জমি থেকে বেআইনিভাবে কেটে নেওয়া হচ্ছিল মাটি, অভিযানে গিয়ে কী করল পুলিশ?
advertisement

জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার ক্ষেতিয়া গ্রাম পঞ্চায়েতের পারুই গ্রামের মাঠে চাষের  জমি থেকে জেসিবি মেসিন দিয়ে জোর কদমে চলছিল মাটি চুরির কারবার। পুলিশের কাছে এই বিষয়ে খবর আসতেই মঙ্গলবার দুপুরে দেওয়ানদিঘি থানার ওসি শরিফুল শেখের নেতৃত্বে পুলিশ বাহিনী পৌঁছে মাটি ভর্তি পাঁচটি ট্রাকটর আটক করে। একটি জেসিবি মেসিনও বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি মাটি চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বুধবার জেলা আদালতে তোলা হয়েছে।

advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান নবদ্বীপ রোডের উপর দিয়ে বিভিন্ন ইট ভাটায় চোরাই মাটি সরবরাহ করার উদ্দেশ্যে স্থানীয় কিছু  চাষের জমি থেকে মাটি চুরি করে পাচার করছিল চক্রটি।   অভিযান চালিয়ে পাঁচটি মাটি ভর্তি  ট্রাকটর, একটি জেসিবি মেশিন আটক করা হয়েছে। একই সঙ্গে চালকদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: সহকর্মীর সঙ্গে পরকীয়ায় স্বামী, অভিযোগ স্ত্রীর! ডিভোর্স মামলায় কার পক্ষে রায় দিল কলকাতা হাইকোর্ট?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আনন্দমঠে কালীপুজোয় দ্বিগুণ আনন্দ, পড়ুয়াদের হাতের কাজ দেখলে চমকে যাবেন
আরও দেখুন

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, জমির মালিককে আগাম কোনও কিছু না জানিয়েই এই মাটি কেটে তা পাচার করা হচ্ছিল। এর ফলে জমি নীচু হয়ে যাচ্ছে। অল্প বৃষ্টিতেই জমি ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। তাছাড়া জমির উর্বরতা শক্তিও কমে যাচ্ছে। তাই এই প্রবণতা যাতে বন্ধ হয় তা নিশ্চিত করতে পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই দেওয়ানদিঘি থানার পুলিশ আজ অভিযান চালায়। সেই অভিযানেই মাটি পরিবহণে যুক্ত পাঁচটি ট্রাকটর ও মাটি কাটার মেশিন আটক করা সম্ভব হয়। পুলিশ বেআইনিভাবে মাটি পাচারের অভিযোগে ট্রাকটরগুলির চালকদের গ্রেফতার করেছে। তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন, এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত তা জানার চেষ্টা চালানো হচ্ছে প্রয়োজনে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: কৃষি জমি থেকে বেআইনিভাবে কেটে নেওয়া হচ্ছিল মাটি, অভিযানে গিয়ে যা করল পুলিশ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল