TRENDING:

চোখের নিমেষে ভাঙছে পাড়, আতঙ্কের দিন গুণছে মালদহের সূর্যাপুর গ্রাম

Last Updated:

এক বছরেই ভাঙতে বসেছে বাঁধ। বন‍্যার আতঙ্কে রতুয়ার হাজার খানেক পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সূর্যাপুর: মালদহের রতুয়ায় ফুলহার নদীতে ভাঙন। এর জেরে ৪০০ মিটার এলাকা জুড়ে ক্ষতিগ্রস্ত নদী বাঁধ। জল বাড়লে বন‍্যার আতঙ্কে রতুয়া এক নম্বর ব্লকের কাহালা, দেবীপুর, সূর্যাপুর গ্রাম।
advertisement

বৃষ্টির পর মালদহের ফুলহার নদীতে কমছে জল। ভাঙছে নদীর পাড়। ভাঙনের জেরে ফুলহার নদীর পাড়ে বাঁধ ভাঙার আতঙ্ক। বাঁধ ভাঙলে বর্ষার সময় নদীর জল বাড়লে ভেসে যাবে রতুয়া এক নম্বর ব্লকের কাহালা, দেবীপুর, সূর্যাপুর গ্রাম।

গতবছরই ফুলহার নদীর পাড়ে তৈরি হয়েছে এই বাঁধ। প্রথম বর্ষাতেই বাঁধের একাধিক জায়গায় ফাটল চোখে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, সেচ দফতরের আধিকারিকদের জানিয়েও কোনও লাভ হয়নি।

advertisement

শনিবার রাতে ভাঙন শুরু হলে বাঁধ বাঁচাতে কাজ শুরু করেছে সেচ দফতর।

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

এক বছরেই ভাঙতে বসেছে বাঁধ। বন‍্যার আতঙ্কে রতুয়ার হাজার খানেক পরিবার।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চোখের নিমেষে ভাঙছে পাড়, আতঙ্কের দিন গুণছে মালদহের সূর্যাপুর গ্রাম