TRENDING:

Sodepur News: সোদপুরের বিলাসবহুল ফ্ল্যাটে কাদের রাখছিলেন মহিলা! প্রতিবেশীদের সন্দেহ, পুলিশ এসে যাদের পেল, শুনে গোটা এলাকা থ!

Last Updated:

Sodepur News: দফায় দফায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় আবাসনে থাকা অদিতি পাত্রকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুবীর দে, ঘোলা: ঘোলায় আবাসনে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার আবাসনের ভাড়াটে অদিতি পাত্র। ওই মহিলা বাংলাদেশ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছিল নিজের ঘোলার আবাসনে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে ঘোলা থানার পুলিশ।
কে গ্রেফতার হল জানেন? (AI Image)
কে গ্রেফতার হল জানেন? (AI Image)
advertisement

তারপর থেকেই দফায় দফায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় আবাসনে থাকা অদিতি পাত্রকে। টানা জেরা করার পর অবশেষে মধ্যরাতে অদিতি পাত্রকে গ্রেফতার করল ঘোলা থানার পুলিশ। আজ তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন: মোদির সভার আগেই তুমুল বিতর্ক! মোদির সভার ‘বিজ্ঞাপনে’ এ কার নাম! হাসছে তৃণমূল, চরম অস্বস্তিতে বিজেপি

advertisement

বহুতল আবাসনের একটি ফ্ল্যাটে ঘাঁটি গেড়েছিল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। গোপন সূত্রে পাওয়া খবর ভিত্তিতে ওই ফ্ল্যাটে মঙ্গলবার রাতে ঘোলা থানার পুলিশ হানা দিয়ে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আবু তাহের মোল্লা ও আসমা খানম। তাদের বাড়ি বাংলাদেশের নড়াইলে। ধৃতদের এ দিন ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সোদপুর, পানিহাটি অঞ্চল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পানিহাটির বিবেকানন্দ পার্কের এক আবাসনে রিয়া রায় নামের এক মহিলার ফ্ল্যাট রয়েছে। তিনি অদিতি পাত্র নামের এক মহিলাকে ওই ফ্ল্যাট সম্প্রতি ভাড়া দিয়েছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আবাসিকরা দেখেন ওই ভাড়াটিয়া ফ্ল্যাটে মাঝেমধ্যে আসতেন। কিন্তু ফ্ল্যাটে বহিরাগতদের ভিড় লেগেই থাকে। সম্প্রতি তাঁরা অদিতি পাত্রকে এ নিয়ে অভিযোগও জানান। কিন্তু তিনি উল্টে আবাসিকদের কটাক্ষ করেন বলে অভিযোগ। তিতিবিরক্ত আবাসিকরা ফ্ল্যাটের আসল মালিককেও বিষয়টি জানান। তাতেও লাভ হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় ফের ওই ফ্ল্যাটে বহিরাগতদের দেখে আবাসিকরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা ঘোলা থানায় খবর দেওয়ার পাশাপাশি ফ্ল্যাটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশ এসে ওই ঘর থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sodepur News: সোদপুরের বিলাসবহুল ফ্ল্যাটে কাদের রাখছিলেন মহিলা! প্রতিবেশীদের সন্দেহ, পুলিশ এসে যাদের পেল, শুনে গোটা এলাকা থ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল