পূর্ব বর্ধমান জেলায় গত ২৪ ঘন্টায় ৫১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে এ দিন পর্যন্ত এই জেলায় ৪২ হাজার ৫৮৭ জন করোনা আক্রান্ত হলেন। তাদের মধ্যে ৪০ হাজার ৭১০ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে এই জেলায় ১৩৮০ জন অ্যাক্টিভ রোগী রয়েছেন। তাদের বেশিরভাগই চলতি মাসে করোনা আক্রান্ত হয়েছেন।
advertisement
আরও পড়ুন : বাড়ি-বাড়ি ঘুরছেন 'ডাক্তারবাবু', কান্তি-'যুগে'র পর রায়দিঘির ভরসা নতুন বিধায়ক
এদিন পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪৯৭ জনের মৃত্যু হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই উপসর্গহীন। খুব কম জনের মধ্যেই করোনার উপসর্গ দেখা যাচ্ছে। করোনা আক্রান্তদের চিহ্নিত করতে পরীক্ষা আরও বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। এছাড়াও জেলায় কনটেইনমেন্ট জোন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্ধমান শহর লাগোয়া সরাইটিকর এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন : বৃষ্টি নেই, অথচ জলে ভাসল বর্ধমান মেডিক্যাল, চরম ভোগান্তিতে রোগী ও রোগীর পরিজনেরা
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনার সংক্রমণ মোকাবিলায় কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। আগামী দু-তিন সপ্তাহ আরও কঠিন সময় আসতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই অপ্রয়োজনে রাস্তায় বের হলে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে। অফিসগুলিকেও কর্মী সংখ্যা নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। কোথাও বাড়তি ভিড় হচ্ছে কি না সে ব্যাপারেও নজরদারি বাড়াতে বলা হয়েছে। বিধিনিষেধ অমান্য করলে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। করোনায় আক্রান্ত পরিবারগুলিকে পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। সেইসব বাড়ির সদস্যরা যাতে বাইরে বের না হন, এমনকি তার আশপাশের বাড়ির সদস্যরাও যাতে ঘরেই থাকেন তা নিশ্চিত করতে বাড়তি নজরদারি ব্যবস্থা করা হচ্ছে।