সাপে ছোবল নয়, সাবধানতায় বাঁচুন। বিশেষত বর্ষার সময়ে একটু অসতর্ক হলেই বিপদ বাড়ে। তবে কিছু সহজ নিয়ম মেনে চললেই সাপ আর ঢুকতে পারবে না আপনার ঘরের আশেপাশে।
বর্ষা এলেই বিশেষ করে গ্রামীণ এলাকায় সাপের আনাগোনা বেড়ে যায়। ঠান্ডা আবহাওয়ার কারণে ওদের গর্তে জল ঢুকে গেলে আশ্রয়ের খোঁজে সাপ চলে আসে মানুষের ঘরের আশেপাশে। অনেক সময় সরাসরি বাড়ির ভেতরে ঢুকেও পড়ে। ফলে আতঙ্ক ছড়ায়, এমনকি সাপের কামড়ে মৃত্যুর ঘটনাও ঘটে। তাই সুরক্ষার জন্য কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে।
advertisement
সাপকে দূরে রাখতে যা করতেই হবে— ১. বাড়ি পরিচ্ছন্ন রাখুন— বর্ষাকালে ঘন ঘাস খুব দ্রুত বাড়ে। এই ঘাসই সাপের জন্য আশ্রয়স্থল হয়ে উঠতে পারে। বাড়ির চারপাশের ঘাস নিয়মিত ছাঁটাই করতে হবে। ঝোপঝাড়, শুকনো পাতা, পুরোনো জুতো, কাঠের স্তূপ, পুরোনো জিনিস—এগুলো সাপের লুকোনোর জায়গা। বাড়ির আশেপাশে এইসব না রাখাই ভাল।
