TRENDING:

মহেশতলায় বাড়ির সামনে জমা জলে পায়ে সাপের কামড়, হাসপাতালে মৃত্যু দশম শ্রেণীর ছাত্রীর

Last Updated:

Snake: বৃষ্টি বাড়তেই ফের সাপের কামড়ে মৃত্যু রাজ্যে। বাড়ির সামনে জমা জলে পায়ে সাপের কামড় খেয়ে মৃত্যু হল দশম শ্রেণীর ছাত্রের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হল দশম শ্রেণীর ছাত্রীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলাতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: বৃষ্টি বাড়তেই ফের সাপের কামড়ে মৃত্যু রাজ্যে। বাড়ির সামনে জমা জলে পায়ে সাপের কামড় খেয়ে মৃত্যু হল দশম শ্রেণীর ছাত্রের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হল দশম শ্রেণীর ছাত্রীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলাতে।
সাপের কাপড়ে মৃত্যু ছাত্রীর
সাপের কাপড়ে মৃত্যু ছাত্রীর
advertisement

এলাকার ২০ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর মধ্যম মোল্লা পাড়ার বাসিন্দা ১৫ বছরের নাবালিকা দশম শ্রেণীর ছাত্রীটি গত বিশ্বকর্মা পুজোর দিন রাত দশটা নাগাদ বাড়ির সামনে রাস্তার জমা জলে হেঁটে যাবার সময় একটি বিষধর সাপ কামড় বসিয়ে দেয় নাবালিকার পায়ে। এরপর পরিবারের লোকজন তড়িঘড়ি উদ্ধার করে তাকে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। হাসপাতালে ১৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে দ্বাদশীর দিন নাবালিকার মৃত্যু হয়েছে।

advertisement

আরও পড়ুন: সাপের ‘স্বর্গ’…! বাড়ির এই ‘ছয়’ কোণ বিষধরের জন্যে নিরাপদ ‘আশ্রয়’, চমকে উঠবেন জানলেই!

পরিবারের লোকজনের অভিযোগ ২০ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর মধ্যম মোল্লাপাড়ায় প্রায় ৬০টি পরিবারের বসবাস দীর্ঘদিন ধরে নিকাশী নালার বেহাল অবস্থার কারণে রাস্তায় জমে হাঁটু সমান জল রাস্তার বেহাল দশা নেই কোন এলাকায় পর্যাপ্ত আলো কিছুদিন আগে রাস্তার জমা জলে হেঁটে যাবার সময় এক মহিলা পড়ে পা ভেঙে যায় অসুস্থ হচ্ছে বাসিন্দারা ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা চক্রবর্তীকে একাধিকবার জানিও কোন লাভ হয়নি বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুন: চুম্বকের মতো টেনে আনে ‘সাপ’…! এই চার ‘গন্ধ’ বিষধরের জন্য ‘অমৃত’ সমান, এখনই দূর করুন!

এরপর বাড়ির সামনে জমা জলে সাপের কামড়ে মৃত্যু হল নাবালিকা ছাত্রীর কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় রয়েছে উত্তেজনা। ময়না তদন্তের পর রাতে মহেশতলার বাড়িতে নিয়ে আসা হয় ছাত্রীর দেহ।

advertisement

তবে এই ঘটনায় ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী তৃণমূল নেতা তাপস চক্রবর্তী বলেন বর্ষা বেশি হওয়ায় সব জায়গায় জল উঠে আছে। আমরা নিকাশী নালা পরিষ্কার করছি সমস্ত রাস্তা টেন্ডার পাশ হয়ে আছে সব জায়গায় আলোর ব্যবস্থা করা হয়েছে নাবালিকার মৃত্যুতে শোক প্রকাশ করলেন তৃণমূল নেতা।

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন

সমীর মণ্ডল

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মহেশতলায় বাড়ির সামনে জমা জলে পায়ে সাপের কামড়, হাসপাতালে মৃত্যু দশম শ্রেণীর ছাত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল