কেন্দ্রীয় স্বাস্থ্য দল রাজ্যে আসার আগে রাজ্যের তিন চিকিৎসক প্রতিনিধি দল সিউড়ি সদর হাসপাতাল ঘুরে দেখলেন সম্প্রতি । স্বাস্থ্য পরিষেবায় রাজ্যের নিরিখে তৃতীয় হওয়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্য বিধি মেনে সিউড়ি সদর হাসপাতালকে এবার আরও ভাল পরিষেবার সাথে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে । তাই হাসপাতাল সাজিয়ে তুলতে রামপুরহাট মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসক অমিতাভ সাহা, সৌরদীপ পাল ও মোহনা নন্দী সিউড়িতে এসে হাসপাতাল পর্যবেক্ষণ শুরু করেন বুধবার দুপুর থেকে ।
advertisement
আরও পড়ুন- প্রিয় লেখকের সঙ্গে হঠাৎ দেখা আইপিএস আধিকারিকের
রাজ্যের এই তিন চিকিৎসক প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস রায়, হাসপাতাল সুপার নীলাঞ্জন মণ্ডল-সহ আরও অন্যান্য আধিকারিকরা । হাসপাতালের বিভিন্ন দিক তাঁরা খতিয়ে দেখবেন আগামী তিন দিন । তিন দিন পর্যবেক্ষণের পরই মতামত দেবেন তাঁরা । হাসপাতালের কোথায় কোথায় ঘাটতি রয়েছে সেই দিক খতিয়ে দেখবেন তাঁরা । পর্যবেক্ষণের প্রথম দিনে অমিতাভ সাহা হাসপাতালের ওটি , আইসিইউ-সহ দেখেন আরও তিনটি বিভাগ । সৌরদীপ পাল দেখেন আউটডোর-সহ দুটি বিভাগ । শিশু পরিচর্যা কেন্দ্র-সহ আরও দুটি বিভাগ দেখেন মোহনা নন্দী ।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, তিন দিন পর্যবেক্ষণের পর হাসপাতালের কোথায় কোথায় ঘাটতি আছে সেই বিষয়ে তাঁদের মতামত দিয়ে যাবেন এই তিন চিকিৎসক প্রতিনিধি দলের সদস্যরা । তারপরই বীরভূম স্বাস্থ্য জেলার পক্ষ থেকে সেই ঘাটতি গুলো পূরণ করে আরও ভাল পরিষেবার মান বাড়ানোর চেষ্টা চালানো হবে । জেলা স্বাস্থ্য আধিকারিক জানান, " হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার আগে এভাবেই আরও বেশ কিছু দল এসে দফায় দফায় হাসপাতাল উন্নয়নের পরামর্শ ও পর্যবেক্ষণ করে যাবেন ।’’ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার নীলাঞ্জন মণ্ডল জানিয়েছেন, এই পর্যবেক্ষণের পর যদি সিউড়ি হাসপাতাল ক্যাটাগরিতে আসে তাহলে কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণের একটা জায়গা তৈরি হবে।