TRENDING:

Bengali Sweets: সীতাভোগ ও মিহিদানা পাচ্ছে বিশ্বজোড়া সম্মান, ফের বিদেশে যাচ্ছে বাংলার মিষ্টি

Last Updated:

Sitabhog and Mihidana: বর্ধমান সীতাভোগ এণ্ড মিহিদানা ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভিন দেশের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে সীতাভোগ ও মিহিদানা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: করোনা পরিস্থিতিতেই বিদেশে পাড়ি জমাচ্ছে বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা। বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা পাড়ি দিচ্ছে মধ্যপ্রাচ্যে। আপাতত এশিয়া জয়ের পর ইউরোপ আমেরিকা পাড়ি জমানোর লক্ষ্য বর্ধমানের রাজ ঐতিহ্যবাহী এই জোড়া মিষ্টি। দেশের বিভিন্ন প্রান্তে অনলাইনে সীতাভোগ ও মিহিদানা পাঠানোর বরাতও মিলেছে। এর ফলে কর্মসংস্থান অনেকটাই বাড়বে, নতুন প্রজন্ম মিষ্টান্ন শিল্পে উৎসাহের সঙ্গে এগিয়ে আসবে বলে মনে করছেন মিষ্টি ব্যবসায়ীরা। করোনা পরিস্থিতিতে বিক্রি কম, বিদেশে রপ্তানির কারণে মন্দা অবস্থা থেকে মুক্তি মিলবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
ফাইল চিত্র
ফাইল চিত্র
advertisement

আরও পড়ুন -   করোনা আক্রান্ত জেনেও পড়ুয়াকে ক্য়াম্পাসে ডাকল রবীন্দ্রভারতী, শুরু বিতর্ক

বর্ধমান সীতাভোগ এণ্ড মিহিদানা ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে  ভিন দেশের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে সীতাভোগ ও মিহিদানা। ইতিমধ্যেই তা বাহারিনের মন জয় করেছে। সীতাভোগ এণ্ড মিহিদানা ট্রেডার্স ওয়েলফেয়ার এসোসিয়েটসের সম্পাদক প্রমোদ কুমার সিং বলেন, ইতিমধ্যেই বাহারিনে গিয়েছে মিহিদানা। সেখানে মিহিদানা খেয়ে সকলেই খুব উচ্ছ্বসিত। তাই এবার নতুন করে মিহিদানার যেমন অর্ডার মিলেছে, তেমনই নতুন করে বিদেশে পাঠানো হচ্ছে সীতাভোগও। একেবারে গাওয়া ঘি দিয়ে তৈরি জিআই ট্যাগযুক্ত সীতাভোগ ও মিহিদানা পাড়ি দিচ্ছে বিদেশে। কেন্দ্রীয় সংস্থা এপেডার মাধ্যমে এই মিষ্টি বিদেশে পাঠাচ্ছে মিহিদানা ও সীতাভোগ ট্রেডাস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন।

advertisement

আরও পড়ুন -   ডার্ক ওয়েবের হাতছানি পড়ুয়াদের সামনে, অনলাইনে ক্লাস নিয়ে আরও সতর্ক হতে পরামর্শ বিশেষজ্ঞের

২০১৭ সালে বর্ধমানের সীতাভোগ, মিহিদানা জিআই স্বীকৃতি পায়। সম্প্রতি  ভারতীয় ডাক বিভাগ এই দুটি মিষ্টিকে নিয়ে স্পেশাল এনভেলপ তৈরি করেছে। তবে বিদেশে সীতাভোগ ও মিহিদানা পাঠাতে দীর্ঘ কুড়ি বছর অপেক্ষা করতে হয়েছে প্যাকেজিং সমস্যার কারণে।  খড়গপুর আইআইটি-সহ বিভিন্ন সংস্হার পরামর্শে ও নিজেদের উদ্যোগে ১০-১২ দিনের প্রিজার্ভ প্যাকেজিংয়ে বিদেশে পাঠানো হচ্ছে এই দুই মিষ্টি। কোল্ড চেনে ৩৬ ঘন্টা রাখার পর বিদেশে পাড়ি জমাচ্ছে বিশেষ প্যাকেটে।

advertisement

সীতাভোগ তৈরির  প্রধান উপাদান গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল থেকে প্রস্তুত হওয়ার কারণেই সীতাভোগের একটি নিজস্ব স্বাদ ও সুগন্ধ হয়। এই চাল গুঁড়ো করে প্রথমে পাউডার করে তাতে ১:৪ অনুপাতে ছানা মিশিয়ে পরিমাণমত দুধ দিয়ে মাখা হয়। তারপর একটি বাসমতী চালের আকৃতির মত ছিদ্রযুক্ত পিতলের পাত্র থেকে ওই মিশ্রণকে গরম চিনির রসে ফেলা হয়। এর ফলে সীতাভোগ বাসমতীর চালের ভাতের মত দেখতে লম্বা সরু সরু দানাযুক্ত হয়। এর সঙ্গে ছোট ছোট গোলাপজাম এবং কখনো কখনো কাজুবাদাম ও কিশমিশ মিশিয়ে পরিবেশন করা হয়। মিহিদানা তৈরি করা হয় গোবিন্দভোগ চাল ও ছোলার ব্যাসন  দিয়ে। সীতাভোগ ও মিহিদানার হাত ধরে বিশ্বের বাজারে বর্ধমানের নাম ছড়িয়ে পড়ায় গর্বিত বর্ধমানবাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইন্টার স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ পাঁশকুড়ায়, রাজ্য জুড়ে ২০০-রও বেশি পড়ুয়ার অংশগ্রহণ
আরও দেখুন

Sharadindu Ghosh

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Sweets: সীতাভোগ ও মিহিদানা পাচ্ছে বিশ্বজোড়া সম্মান, ফের বিদেশে যাচ্ছে বাংলার মিষ্টি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল