তাঁর সঙ্গে একমঞ্চে থাকা, প্রণাম করা এবং গুরু বলে সম্বোধন করায় দলের পুর চেয়ারম্যানকে তৃণমূলের শোকজ করা নিয়ে শিশির অধিকারী বলেন, ”ওসবে আমাকে জড়িও না। ব্যাপারটা বাচ্চা বাচ্চা ছেলেখেলা। আমি আমার জায়গায় আছি। ওসব অনেক ছোটোখাটো ব্যাপার। আমাকে না জড়ানোই ভাল।”
আরও পড়ুন: যাদবপুরে হচ্ছে সমাবর্তন অনুষ্ঠান, বৈঠকে সিদ্ধান্ত! থাকছেন রাজ্যপালের ‘বহিষ্কৃত’ উপাচার্যও
advertisement
কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে তৃণমূলের ‘শো-কজ’ করাকে ‘বাচ্চা – বাচ্চার খেলা’ বলে কটাক্ষ করেন কাঁথি লোকসভার সাংসদ শিশির অধিকারী।
আরও পড়ুন: টেট পরীক্ষার সকালে কুয়াশার জেরে হাওড়া-শিয়ালদহে দেরিতে চলছে বহু ট্রেন! আপনার ট্রেনটি আছে কি তালিকায়
এরপরই ‘ওতে আমাকে জড়িও না’ বলে বিতর্ক থেকে নিজেকে দূরে রাখারও চেষ্টা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা কাঁথির সাংসদ শিশির অধিকারী। ভগবানপুর উৎসবের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসেই এই মন্তব্য করেন কাঁথির সাংসদ।