TRENDING:

নার্সিংহামের বেড থেকে পরে রোগীর মৃত্যু শ্যামনগর

Last Updated:

নার্সিংহোমের বেড থেকে পরে রোগীর মৃত্যু শ্যামনগর আতপুরের ৮ নম্বর মালাপাড়ার বাসিন্দা স্বপন ঘোষ (৬৩) শ্বাসকষ্ট নিয়ে মার্চ মাসের ৫ তারিখে বারাকপুর বি এম আর সি নাসিং হোমে ভর্তি হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্যামনগর: নার্সিংহোমের বেড থেকে পরে রোগীর মৃত্যু শ্যামনগর আতপুরের ৮ নম্বর মালাপাড়ার বাসিন্দা স্বপন ঘোষ (৬৩) শ্বাসকষ্ট নিয়ে মার্চ মাসের ৫ তারিখে বারাকপুর বি এম আর সি নাসিং হোমে ভর্তি হয়। আজ ছুটি হয়ে পাওয়ার কথা ছিল। কিন্তু গতকাল রাতে তিনি মারা যান। পরিবারের দাবী রাতে ও বাবার সাথে কথা হয়েছে। কিভাবে তিনি মারা গেলেন।
advertisement

পরিবার দাবী করে রাতে ঘুমের মধ্যে বেড থেকে পরে মারা গিয়েছে । আজ সি সি টিভি ফুটেজ দেখতে চায় । প্রথমে দেখান হবে আশ্বাস দিলেও পরে খারাপ আছে বলে জানায় কতৃপক্ষ। এরপর দেহ নিতে অস্বীকার করে পরিবার ।

সকাল ৮ টা থেকে দেহ পরে আছে। পরিবারের দাবী যতক্ষন পয্যন্ত ফুটেজ না দেখাবে ততক্ষণ দেহ নেবেনা। নাসিং হোমের সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে। টিটাগড় থানায় হসপিটাল কতৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নার্সিংহামের বেড থেকে পরে রোগীর মৃত্যু শ্যামনগর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল