টানটান উত্তেজনার পর নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমন খবর ছড়িয়ে পড়েছিল বিকেলে। কিন্তু কিছুক্ষণ বাদেই জানা যায়, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তৃণমূল নেত্রী। এরপরই নন্দীগ্রামে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন মমতা। সাংবাদিক বৈঠকে তৃণমূলনেত্রী বলেন, 'কারচুপি হয়েছে নন্দীগ্রামে, আমরা কোর্টে যাব।'
মমতা আরও বলেন, 'আমরা দুশোর বেশি আসনে জিতেছি। একটা আসনে হারা জেতা বড় ব্যাপার নয়। ওরা একবার ঘোষণা করে দিয়েছিল যে আমি জিতে গিয়েছি। আর এখন বলছে হেরে গিয়েছি। কী করে এমন হয় জানি না। নন্দীগ্রামের মানুষ যে রায় দিয়েছেন তা মেনে নিচ্ছি। ওখানে ভোটগণনা যাতে রিভিউ করা হয়, সেই দাবিও জানাবে দল। দরকার হলে আদালতেও যাব।' এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে মমতা বলেন, 'নন্দীগ্রামে পুনর্গণনার দাবি জানানো হবে। অনেক EVM-এ কারচুপিও হয়েছে। ২০২১ সালের নির্বাচনটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল।'
advertisement
আর এরপরই হলদিয়াতে বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু। অপরদিকে, নন্দীগ্রামের ১৭ রাউন্ড গণনার পুনর্গণনাও চেয়েছে তৃণমূল।