হুগলি জেলার অন্যতম ঐতিহ্যপূর্ণ পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে হুগলির বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির। বহু প্রাচীন এই মন্দির দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষজন এখানে ছুটে আসেন। সেভাবেই এবার দেশ পেরিয়ে বিদেশের মানুষরাও ভিড় জমাতে শুরু করেছেন এই মন্দির দেখার জন্য। বছরের প্রথম দিনই আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া থেকে বহু মানুষ এসেছিলেন মন্দির দেখতে। এই মন্দির দেখে তাঁরা একেবারে আপ্লুত হয়ে পড়েছেন। একইসঙ্গে ভারতের যে বহু জাতি বহু ধর্মের সংস্কৃতি তা আকৃষ্ট করেছে তাঁদের।
advertisement
আরও পড়ুন : সানাই বাজল বলে! কাটবে আইবুড়ো দশা! ২০২৫-এ বিয়ের যোগ তীব্র এই ৩ রাশির
অস্ট্রেলিয়া থেকে আসা এক পর্যটক পল বলেন, তাঁরা ভারতে এসে পশ্চিমবঙ্গের একটি মন্দির একটি মসজিদ এবং একটি চার্চ তিনটি দর্শন করেছেন। এই সহাবস্থানে তাঁরা মুগ্ধ। এই দৃশ্য ভারতে আসার আগে কোনদিনও তাঁরা দেখতে পাননি, এমনটাই জানিয়েছেন তিনি।