TRENDING:

অবশেষে ঘরে ফেরা, বেঙ্গালুরু থেকে বাঁকুড়ায় ফিরলেন ১২০০ পরিযায়ী যাত্রী

Last Updated:

স্টেশনে স্বাস্থ্যপরীক্ষার পর ৬০টি বাসে তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: শেষমেশ ঘরে ফেরা। বাঁকুড়ায় এল শ্রমিক স্পেশাল ট্রেন। বেঙ্গালুরু থেকে ফিরলেন পরিযায়ী শ্রমিক ও চিকিৎসার জন্য আটকে পড়া প্রায় ১২০০ যাত্রী। স্টেশনে স্বাস্থ্যপরীক্ষার পর ৬০টি বাসে তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়।
advertisement

অবশেষে ঘরে ফেরা। রাজ্যে ফিরল পরিযায়ী শ্রমিকদের নিয়ে আরও একটি ট্রেন। লকডাউনের মাঝে একটু খুশির হাওয়া। খুশি বাড়ি ফেরার। ওঁরা কেউ পরিযায়ী শ্রমিক। কেউবা চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়েছিলেন বেঙ্গালুরুতে। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে ফিরলেন তাঁরা। মঙ্গলবার ভোর পাঁচটা। ভোরের আলো ফুটতেই দীর্ঘ নিঃস্তব্ধতা কাটিয়ে বাঁকুড়া স্টেশনে ঢুকল কুড়ি কামরার শ্রমিক স্পেশাল। লকডাউনের জেরে প্রায় দু’মাস ভিনরাজ্যে বন্দিদশা কাটিয়ে রাজ্যে ফিরতেই সবার মুখে স্বস্তির হাসি।

advertisement

শ্রমিক স্পেশাল ট্রেনের ২০টি বগিতে প্রায় ১২০০ জনকে নিয়ে বাঁকুড়া স্টেশনে ঢোকে এই বিশেষ ট্রেন। ২২ মার্চ লকডাউনের পর থেকে ভিনরাজ্যে আটকে ছিলেন তাঁরা। নিজের রাজ্যে ফিরতে পেরে খুশি সকলেই। শুধু বাঁকুড়াই নয়। ট্রেনে ফেরেন দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, মেদিনীপুরের বাসিন্দারা।

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

যাত্রীদের বাড়ি ফেরানোর জন্য ষাটটি বাসের বন্দোবস্ত করে রাজ্য পরিবহণ দফতর। ওই বাসে করেই তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে প্রশাসন। ট্রেন থেকে নামার পরেই যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। লকডাউনে দীর্ঘদিন আটকে পড়া আজমেঢ় শরিফ থেকে একটি স্পেশাল ট্রেন আগেই রাজ্যে ফেরে। ফেরানো হয় রাজস্থানের কোটায় আটকে পড়া বাঙালি পড়ুয়াদের। এবার রাজ্যে দ্বিতীয় শ্রমিক স্পেশাল ট্রেন এল বাঁকুড়ায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অবশেষে ঘরে ফেরা, বেঙ্গালুরু থেকে বাঁকুড়ায় ফিরলেন ১২০০ পরিযায়ী যাত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল