TRENDING:

ছোট থেকেই আর্থিক অনটন দোসর, মুখ্যমন্ত্রীর সহায়তাতেই উচ্চমাধ্যমিকে দশম স্থানে জাঙ্গিপাড়ার শ্রাবণী

Last Updated:

WBoard HS Result 2018: ছোট থেকেই আর্থিক অনটন দোসর, মুখ্যমন্ত্রীর সহায়তাতেই উচ্চমাধ্যমিকে দশম স্থানে জাঙ্গিপাড়ার শ্রাবণী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কৃষ্ণনগর: ছোট থেকেই আর্থিক অনটন ছিল দোসর ৷ ছিল প্রতিকূলতা ৷ কিন্তু সেই সমস্ত বাধা পেরিয়েই সাফল্যের শীর্ষে শ্রাবণী দত্ত ৷ কলাবিভাগে ৫০০ নম্বরের মধ্যে ৪৮১ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় দশম স্থান অধিকার করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছে সে ৷ জাঙ্গিপাড়ায় রীতিমত নজির গড়ল দত্ত বাড়ির মেজো মেয়ে ৷
advertisement

আরও পড়ুন: শিশুদের উপর যৌন নির্যাতন রুখতে অভিনব উদ্যোগ আইআইটি খড়পুরের পড়ুয়াদের

জাঙ্গিপাড়া কৃষ্ণনগরের ছাত্রী শ্রাবণী ৷ ছোট থেকেই অত্যন্ত কষ্টে সৃষ্টে মানুষ সে ৷ পড়াশুনার প্রয়োজনীয় জিনিসও তার হাতে তুলে দিতে পারেননি তার বাবা ৷ কিন্তু তার মধ্যেই সে চালিয়ে গিয়েছে পড়াশুনা ৷ ছোটবেলা থেকে জাঙ্গিপাড়া বালিকা স্কুলে পড়াশুনা করেছে শ্রাবণী ৷ তবে, অভাব অনটন থাকলেও কন্যাশ্রীর মত বেশ কিছু স্কলারশিপের সহযোগিতা পেয়েছে সে ৷ আর সেজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ শ্রাবণী ৷ তাই শ্রাবণীর বাবার ইচ্ছে, আগামী সোমবার মুখ্যমন্ত্রীকে তাঁর ও মেয়ের হাতে তৈরি বাংলার তাঁতের শাড়ি উপহার ।

advertisement

আরও পড়ুন: সোমবার রাজ্যের সব কৃতীদের নেতাজি ইন্ডোরে সংবর্ধনা মুখ্যমন্ত্রীর

শ্রাবণীর বাবা পেশায় তাঁতি ৷ তাঁতের শাড়ি বুনেই দিন গুজরান ৷ দু’বেলা দু’মুঠো খাবার যোগাড় করতেই হিমশিম অবস্থা হয় তাদের ৷ সেই পরিস্থিতিতে থেকেও নিজের জেদে পড়াশুনা চালিয়ে গিয়েছে সে ৷ আর তাতেই কেল্লাফতে ৷ তবে, দিনরাত শুধু বই-খাতায় মুখ গুঁজে থাকাই নয় ৷ সেই সঙ্গে পড়াশুনার ফাঁকে সময় বের করে বাবাকে শাড়ি বোনার কাজেও সাহায্য করত শ্রাবণী ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

বড় শিক্ষকতা করে সমাজে প্রতিষ্ঠিত হতে চায় সে ৷ কিন্তু উচ্চ শিক্ষার জন্য পড়াশুনা করতে চায় শ্রাবণী ৷ কিন্তু তার জন্য অনেক টাকার দরকার ৷ এত টাকা আসবে কোথা থেকে ? সেটাই ভেবে কুলকিনারা করতে পারছে না শ্রাবণীর পরিবার ৷ এখন শেষ ভরসা মুখ্যমন্ত্রীর সাহায্যেতেই শেষ ভরসা তার পরিবারের ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছোট থেকেই আর্থিক অনটন দোসর, মুখ্যমন্ত্রীর সহায়তাতেই উচ্চমাধ্যমিকে দশম স্থানে জাঙ্গিপাড়ার শ্রাবণী