ভোট নিয়ে সচেতনতা বাড়াতেই তৈরি করা হয় এই স্বল্প দৈর্ঘের ছবি। উদ্যোগ, ইলেকটোরাল লিটারাসি ক্লাব ইএলসি বা নির্বাচনী পাঠশালার। ভোটারদের কাছে নির্বাচন সংক্রান্ত সব তথ্য কীভাবে পৌঁছবে, তা নিয়েও বিস্তারিত তথ্য মিলবে এই ছবিতে।
শুধু সাধারণ ভোটারই নয়। ভবিষ্যতের ভোটারদের কথা ভেবে বেশ কয়েকটি স্কুলেও চালু হয়েছে এই নির্বাচনী পাঠশালা।
advertisement
যেমন রয়েছে বিশেষ চাহিদাসম্পন্নদের জন্যও পাঠশালা। এই নিয়ে চালু হয়েছে বিশেষ অ্যাপও। ছবির মাধ্যমে সে সবই তুলে ধরতে চেয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।
পূর্ব বর্ধমান জেলায় নির্বাচনী ম্যাসকট ভোট্টুকে ব্যবহার করে হয়েছে এই ছবিতে। সম্প্রতি বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ছবি মুক্তি পেয়েছে। এবার ব্লকে ব্লকে এই ছবি প্রদর্শনী হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 21, 2019 8:44 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে তৈরি হল স্পল্প দৈর্ঘের ছবি, নেপথ্যে নির্বাচন কমিশন