শত্রুঘ্নের কথায় উঠে এসেছে, ‘‘আমি আপনাদের লোক। আমি বহিরাগত হলে ইনসাইডার কে? আসানসোলে ৫০% হিন্দিভাষী ভোট। তুমি তাদের ভোট চাইতে যাচ্ছো। তুমি তাদের নেতা বাছতে দিচ্ছো না। আর আমাকে বহিরাগত বলছো? আমি দেশের মানুষ, আমি দেশের সন্তান। ইন্দিরা গান্ধি থেকে রাহুল গান্ধি। সুচেতা কৃপালিনী থেকে সুষমা স্বরাজ। সবাই অন্য রাজ্যে গিয়ে লড়েছেন ৷ আর আমি বহিরাগত হলে, প্রধানমন্ত্রী তো বারাণসীতে লড়তে এলেন। তাহলে কী করে আমি হলাম বহিরাগত আর উনি হলেন ইনসাইডার। আমি আসলে আপনার লোক ৷ অন্তর্জলি যাত্রা আমার কেরিয়ারের শ্রেষ্ঠ সিনেমা। যা বাংলায় করেছি। আমি এফটিআইতে সুযোগ পেয়ে আমি ক্যালকাটা সেন্টার বাছাই করেছি। আমি বাংলার ভাষা, সংস্কৃতি, মিষ্টি ভালোবাসি ৷ আমি ডাল, মুড়িঘণ্ট, ইলিশ মাছ আর ডাবের জল খাওয়া লোক। এর পরেও আমাকে বাইরের লোক বলে কেন?’’
advertisement
আরও পড়ুন-রাজ্যের এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আবহাওয়ার আপডেট
অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন বিখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষ। যিনি আবার শত্রুঘ্নর বন্ধুও বটে। আসানসোলের বিভিন্ন ক্ষেত্রের মানুষের উপস্থিতির পাশাপাশি ছিলেন মন্ত্রী মলয় ঘটক, ব্রাত্য বসু, চন্দ্রনাথ সিনহা সহ আরও অনেকে। সেখানেই নানা প্রশ্নের মাঝে নিজের স্ট্রাগলের কথা বারবার তুলে ধরেছেন শত্রুঘ্ন। তাঁর কথায় ছিল, ‘‘আমি অটল বিহারী বাজপেয়ীর বিজেপিতে যোগ দিয়েছিলাম, কিন্তু সেই বিজেপি আজ আর নেই !’’
আরও পড়ুন-আপনি কেমন মনের মানুষ, এই ছবিতেই লুকিয়ে রয়েছে তার রহস্য!
অভিনেতা জানালেন, তিনি চারদিক থেকে সদর্থক প্রতিক্রিয়াই পাচ্ছেন। আসানসোলের প্রার্থীর মতে, ‘‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গর্বিত। উনি বাংলার বাঘিনী। আমার বিশ্বাস, আসানসোলের মানুষের ভরসা জয় করতে পারব।’’
'অন্তর্জলী যাত্রা’ ছবির অভিনেতা বললেন, ‘‘বাংলা আমার খুব প্রিয়। বাংলা ছবিও করেছি। আর সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনও রয়েছে আমার সঙ্গে । আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই দেশের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আসানসোলে বিভিন্ন এলাকা ও ভাষাভাষির মানুষ রয়েছেন। বিহারের বহু মানুষও থাকেন সেখানে। তাঁরা নিশ্চই আমায় সমর্থন করবেন।’’
গত বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বহিরাগত-তত্ত্বকে হাতিয়ার করে জোরদার প্রচার চালায় তৃণমূল। এবার আসানসোল লোকসভার উপনির্বাচনের জন্য বাজপেয়ী জমানার কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিন্হাকে তৃণমূল প্রার্থী করতেই বহিরাগত-তোপ দাগতে শুরু করেছে বিজেপি।তবে ‘খামোশ আনকাট’ নামের এই অনুষ্ঠানে তিনি নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জানিয়েছেন, ‘‘আমি ভাল হই বা আমি খারাপ হই। আমি কাউকে নকল করি না। কিছু মানুষ আমাকে নকল করে৷ আমার প্রচার বা রোড শো'তে খামোশ তাই সবাই বেশি করে বলেছে৷ আজ খামোশ হয়ে গেল world famous ৷ আপনারা জানুন শাহরুখ খান নিজেও এই খামোশ নিয়ে আমার মেয়েকে বলেছে।’’