এই বিশেষ মেলার মূল আকর্ষণ, একই ছাতার তলায় নারীদের হাতে তৈরি নানা সৃষ্টিশীল ও মন কাড়া পণ্যের প্রদর্শনী ও বিক্রয়। শাড়ি, চুড়ি, কানের দুল, হস্তশিল্প, গৃহসজ্জার সামগ্রী, ঘরোয়া খাদ্যপণ্য আরও কত কী। প্রতিটি জিনিসেই মিশে আছে একজন নারীর পরিশ্রম, স্বপ্ন, আর নিজের পায়ে দাঁড়ানোর দৃঢ় সংকল্প।
আরও পড়ুন: আবাসনের চাঙড় ভেঙে আহত ২ পথচারী, পানিহাটিতে মারাত্মক অভিযোগ
advertisement
মেলার আয়োজনে ও পরিচালনায় রয়েছেন ‘আমরা নারী, আমরা পারি’ নামে একদল স্বনির্ভর নারী। এঁরা সমাজে নারীদের আত্মনির্ভর করে তুলতে নিরলস কাজ করে চলেছেন। তাঁদের বিশ্বাস, নারী যদি নিজের উপর বিশ্বাস রাখতে শেখে, তবে কোনও বাধাই তাকে থামিয়ে রাখতে পারবে না। মেলার প্রতিটি স্টলে, প্রতিটি পণ্যে ফুটে উঠেছে নারীর আত্মপ্রত্যয়, তার সৃষ্টিশীলতা ও জেদের প্রতিচ্ছবি।
আরও পড়ুন: আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এই গুরুত্বপূর্ণ সেতু!
ঘর সামলানোর পাশাপাশি সমাজে নিজের স্থান করে নিতে এগিয়ে এসেছেন এই নারীরা। উদ্যোক্তাদের মধ্য থেকে অরুণিমা চন্দ্র বলেন, আজও সমাজে নারীরা অব-মূল্যায়িত হয়। ঘরের সব কাজ সামলেও দিনের শেষে প্রশ্ন আসে, ‘তোমরা করোটা কী?’ এই মেলা সেই প্রশ্নের জবাব। আমরা প্রমাণ করতে চাই, আমরা নারী, আমরা পারি।