কখনওই তালাবন্দি অবস্থায় তাঁকে রাখেন না। প্রতিবছর শীতকালে নৃসিংহপুর পাম্পের ঘাট কলাবাগানে সমগ্র শান্তিপুরের সীতানাথ অর্থাৎ অদ্বৈত আচার্যের ভক্তবৃন্দ এই আয়োজন করে থাকেন। যেখানে আশেপাশের এলাকার সমস্ত গোপাল সেবাইতরা তাদের গোপালকে নিয়ে উপস্থিত হন বনভোজনে। সংখ্যাটা প্রায় দুই শতাধিকেরও বেশি। সঙ্গে অবশ্যই তাদের সেবাইত এবং পরিবারের অন্যান্য সদস্যরাও আছেন। তাদের সকলের জন্য ব্যবস্থা করা হয়েছে অন্ন অর্থাৎ সাদা ভাত, মুগের ডাল, শীতকালীন সবরকম আনাজ দিয়ে একটি তরকারি, পায়েস নতুন গুড়ের রসগোল্লা।
advertisement
আরও পড়ুন : অর্থপ্লাবনে ভেসে দূর সব কষ্ট! শুধু বছরের শেষ অমাবস্যায় পৌষ কালীকে নিবেদন করুন এই জোড়া সবজি
তবে যাদের জন্য মূল আয়োজন অর্থাৎ আরাধ্য দেবতা গোপাল তাদের জন্য থাকছে কমলালেবু সহ শীতকালীন সব রকম ফলমূল, শীতকালীন সকল রবিশস্য এবং আনাজের প্রায় ১৭ টি নানান রকম পদ ,পুষ্পান্ন পরমান্ন-সহ পিঠে পায়েস সহ নানা প্রকারের মিষ্টান্ন, সবমিলে ৫৬ ভোগ। ভক্তরা শীতবস্ত্র পরিয়ে গোপালকে সঙ্গে নিয়ে কাটাবেন সারাদিন। তাঁদের পরিচয় জানতে চাইলে কেউ বললেন গোপালের দিদা কেউ বা মা কেউ গোপালের বোন কিংবা দিদি। বনভোজন উপলক্ষে আলোচিত হয় ধর্মতত্ত্বের নানা গূঢ় কথাও।