স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙনের গতিপ্রকৃতি এতটাই ভয়ঙ্কর, যে মুহূর্তের মধ্যে জমি তলিয়ে গিয়েছে নদী গর্ভে। ফলে যাঁদের চাষের জমি নদীর পাশে রয়েছে, তাঁদের মধ্যে তৈরি হয়েছে অজানা শঙ্কা। কারণ জমিগুলি যদি নদীগর্ভে তলিয়ে যায়, তাহলে জমি হারানোর পাশাপাশি জীবিকা হারাবেন তারা। যে কারণে তীব্র আতঙ্ক রয়েছে কৃষক পরিবারগুলিতে। কিন্তু পরিস্থিতি এমন যে আটকানোর কোনও উপায় নেই।
advertisement
আরও পড়ুন : সার্ভিসিংয়ে নিয়ে যাওয়া হচ্ছিল গাড়ি, কিন্তু হঠাৎ এমন হল… দেখে শিহরিত হয়ে যাবেন আপনিও
ভাঙনের জেরে পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। স্থানীয়দের দাবি, যত দ্রুত সম্ভব নদী বাঁধ মেরামত বা পাকাপোক্ত করার কাজ শুরু হোক নয়তো পরিস্থিতি আরও ভয়ংকর হবে। সেক্ষেত্রে শুধুমাত্র কৃষি জমি নয় গোটা গ্রাম তলিয়ে যেতে পারে নদী গর্ভে। ফলে আশ্রয় হারাবেন তারা। তাই বসত ভিটেতে আঘাত হানার আগেই নদী বাঁধ মেরামতের কাজ শুরু করার দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর।
আরও পড়ুন : মহিলার গলা থেকে হার ছিনতাই! কিন্তু এক ঘণ্টার মধ্যেই যা হল, গল্পের মতো লাগবে
এলাকাবাসীরা ইতিমধ্যেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁদের একটাই দাবি, দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। না হলে ভাগীরথীর ভয়াল ভাঙন বড়সড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। শান্তিপুরের এই গ্রামে এখন আর শান্তি নেই। ভাগীরথীর গ্রাসে সরে যাচ্ছে পায়ের তলার মাটি।