বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত চক্রবর্তী, বসন্ত উৎসব কমিটির চেয়ারম্যান সুশোভন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য কর্মীরা ও বিশ্বভারতীর আধিকারিকরা। কয়েকঘণ্টা মিটিং চলার পর বিশ্বভারতী কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে জানান, এই বছরের মতো বসন্ত উৎসব বাতিল করা হল ৷ অবশ্য এই বসন্ত উৎসব পরে অন্য কোন সময় বিশ্বভারতীতে পালিত হতে পারে তা নিয়ে পরে সিদ্ধান্ত নেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
advertisement
এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যেহেতু বসন্ত উৎসবে প্রচুর মানুষের সমাগম ঘটে কোন মানুষ যদি করোনা ভাইরাস সংক্রামিত থাকে সে ক্ষেত্রে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে এই ভাইরাস। বসন্ত উৎসব পালন করার জন্য বিশ্বভারতীর মেলার মাঠে সমস্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল। তারই মধ্যে বসন্ত উৎসব বাতিলের সিদ্ধান্ত সব প্রস্তুতিতে জল ঢেলে দিল। মন খারাপ থাকলেও করোনা ভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখে বসন্ত উৎসব বন্ধ হওয়ার সিদ্ধান্ত মন খারাপের হলেও মেনে নিতে হল বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের।
Supratim Das