পরে স্কুলে ভর্তিতে দুর্নীতির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের পাশাপাশি অবিভাবকদের পাশে নিয়ে স্মারকলিপি দেওয়া হয় শিক্ষা দফতরের ডিআই-কে। মিছিলে মৌলানা আজাদ ফেলোশিপ বন্ধের বিরুদ্ধেও সোচ্চার হয় এসএফআই। সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাসপেনশনের প্রতিবাদে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অবিলম্বে ছাত্রদের ক্যাম্পাসে ফেরানোর দাবি জানানো হয় সংগঠনের তরফে।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ নিয়ে ফের বড় বিস্ফোরণ! মুখ খুললেন দিলীপ- শুভেন্দু!
advertisement
শুভজিৎ সরকার জানিয়েছেন "সমস্ত ছাত্রদের স্কুলে মেধার ভিত্তিতে ভর্তি নিতে হবে। স্কলারশিপ বন্ধ করা যাবে না এবং বিশ্বভারতীতে শিক্ষার পরিবেশ ফেরাতে হবে। সোমনাথ, প্রত্যুষদের ক্যাম্পাসে ফেরাতে হবে। আমরা ৫ তারিখ বিশ্বভারতীতে অভিযান করব। কর্তৃপক্ষ এবং সরকারের শেষ দেখে ছাড়ব।" শিক্ষায় দুর্নীতির প্রতিবাদে রাজ্যজুড়ে আগামিদিনে আরও জোরদার আন্দোলন করা হবে বলেও জানিয়েছেন তিনি। শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে যেমন আন্দোলনে সুর চড়ানো হচ্ছে, তেমনই বিশ্বভারতী নিয়েও চুপ করে বসে থাকতে চায় না এসএফআই।
আরও পড়ুন: পঞ্চায়েতের আগে বড় চাল শুভেন্দু অধিকারীর, করলেন বিস্ফোরক দাবি
ইতিমধ্যেই আগামী ৫ জানুয়ারি বোলপুর স্টেশন থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছে এসএফআই। সোমবার এসএফআই রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি প্রতিকুর রহমান সহ বিশ্বভারতী সাসপেন্ডেড ২ পড়ুয়ার উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করে কর্মসূচি ঘোষণা করা হয়। ৫ জানুয়ারি মহামিছিলের আগে ৩ জানুয়ারি রাজ্যজুড়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষিতে রাজ্যজুড়ে ধিক্কার মিছিল ও সভার ডাকও দেওয়া হয়েছে সংগঠনের তরফে।