রবিবার হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ ও খনা-গুমানি বিভাগে বাতিল থাকছে একগুচ্ছ লোকাল ট্রেন। একই সঙ্গে ঘুরপথেও চালানো হবে বেশ কিছু ট্রেনকে। পাশাপাশি বেশ কিছু লোকাল ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন- দেড় লক্ষ টাকা আয়, ধানের পরিবর্তে মুসম্বি লেবু চাষ করে ‘মালামাল’ কৃষক
advertisement
আরও পড়ুন–চোরা চালান-পাচার নয়, শিশুদের মূলস্রোতে ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ BSF-এর
রবিবার বাতিল থাকছে যে সমস্ত ট্রেন
হাওড়া থেকে 37363, 37827, 37229, 37237, 37819, 37651, 37055, 36825, 36827, 36829, 36831, 36033, 37915. আরামবাগ থেকে 37364, ব্যান্ডেল থেকে 37536, 37538, 37242, 37244, 37749, নৈহাটি থেকে 37535, 37537, বর্ধমান থেকে 37832, 36834, 36836, 36838, 36840, 36844, 03587, মেমারি থেকে 37652, শেওড়াফুলি থেকে 37056, বারুইপাড়া থেকে 32412, শিয়ালদহ থেকে 32411, 32227, 32229, 32231, 32233, চন্দনপুর থেকে 36034, ডানকুনি থেকে 32228, 32230, 32232, 32234, রামপুরহাট থেকে 03588, কাটোয়া থেকে 37748, 37924, 03095, 03097, 03035, আজিমগঞ্জ থেকে 03096, 03098, 03036.