TRENDING:

আদিবাসী-অবরোধ উঠেছে, তবু আজও বাতিল বহু ট্রেন!

Last Updated:

রেল সূত্রের খবর, বাতিল করা হয়েছে হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ও সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা৷ বাতিল ইস্পাত এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেসও৷ আদিবাসী ভাষার স্বীকৃতির দাবিতে সোমবার রেল অবরোধ করে বেশ কয়েকটি আদিবাসী সংগঠন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঝাড়গ্রাম: টানা ২১ ঘণ্টা পর আদিবাসী সংগঠনের অবরোধ উঠলেও হাওড়া ও খড়গপুর শাখায় একাধিক ট্রেন বাতিলের জেরে কাজের দিনে সকালেই চরম ভোগান্তিতে যাত্রীরা৷ অবরোধের জেরে বাতিল করা হয়েছে হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস৷ বাতিল লালমাটি এক্সপ্রেসও৷ ঘুর পথে চলছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন৷
advertisement

আরও পড়ুন: সোমবার সাতসকালে রেল অবরোধে ভোগান্তি নিত্যযাত্রীদের

রেল সূত্রের খবর, বাতিল করা হয়েছে হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ও সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা৷ বাতিল ইস্পাত এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেসও৷ আদিবাসী ভাষার স্বীকৃতির দাবিতে সোমবার রেল অবরোধ করে বেশ কয়েকটি আদিবাসী সংগঠন ৷ সাঁওতালি ভাষার স্বীকৃতি-সহ ৯ দফা দাবিতে রেল অবরোধ করেন আদিবাসীরা ৷ পাশাপাশি সাঁওতাল সমাজের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির দাবিতে খেমাশুলি ও শালবনিতে রেল অবরোধ করে আদিবাসীরা ৷ খেমাশুলিতে অবরোধের জেরে খড়গপুর-টাটা শাখায় বন্ধ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ৷

advertisement

সোমবার রাতে অবরোধ উঠলেও মঙ্গলবারও যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন৷ বিভিন্ন স্টেশনে ঘণ্টাযর পর ঘণ্টা দাঁড়িয়ে যাচ্চে ট্রেন৷ শিশু, বয়স্কদের নিয়ে দুর্ভোগ পরিবারের৷ বহু ট্রেনে মিলছে না পানীয় জল৷ খাবারের ব্যবস্থাও নেই বলে অভিযোগ৷ প্রচণ্ড গরমে নাভিশ্বাস যাত্রীদের৷ হাওড়াগামী কোরাপুট এক্সপ্রেসেও ভোগান্তি৷ গতকাল রাত ১:১৫ থেকে ট্রেনটি দাঁড়িয়েছিল টাটানগরে৷ ভোর ৫টা পর্যন্ত টাটানগর ছাড়ে৷ সকাল ৭টায় ট্রেনটি ঢোকে খড়গপুরে৷ খড়গপুরে আবার টানা দেড়ঘণ্টা দাঁড়িয়েছিল ট্রেনটি৷ রেলের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ৷ একাধিক ট্রেনেই দুর্ভোগের এক ছবি৷

advertisement

আরও ভিডিও: তীব্র গরমে একাধিক ট্রেন বাতিল! দেখুন কী অবস্থা 

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের বেতন জমিয়ে ঘুরছেন দেশে দেশে, 'এই' শিক্ষক একাই বদলে দিচ্ছেন পরিবেশের ভবিষ্যৎ
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আদিবাসী-অবরোধ উঠেছে, তবু আজও বাতিল বহু ট্রেন!