পুজোর অগেই ধর্মতলায় বাম ছাত্র যুবাদের আন্দোলন ও জমায়েত বামেদের শক্তিবৃদ্ধির একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল বলে দাবি রাজনীতিমহলের। সেই শক্তবৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেল পুজো উপলক্ষে বুকস্টলে বই কেনার হুজুগে। বাম সংগঠনের বুকস্টলের দায়িত্বে থাকা অমিত পাল জানান, '' গোটা হাওড়া শহর ও গ্রাম মিলিয়ে ৯৫ টি বুকস্টল থেকে প্রায় ৬ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে | শুধু মাত্র অর্থ নয়, ক্রেতার সংখ্যাও অনেকগুণ বেড়েছে বলে বাম নেত্বিত্বের দাবি। অমিতবাবু আরও বলেন, ধ্রুবজ্যোতি চক্রবর্তীর লেখা বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। লেখক হিসেবে শোভন লাল দত্তগুপ্ত ও রামকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বইগুলো বিক্রির হার দৃষ্টান্তমূলক। তবে ছাত্র যুবদের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা বইয়ের চাহিদা ছিল অনেক বেশি।''
advertisement
সিপিআইএম-এর জেলা সম্পাদকের দাবি, '' বিভিন্ন জায়গায় আমাদের বুকস্টল তৈরিতে বাঁধা সৃষ্টি করেছিল তৃণমূল কংগ্রেস | কিন্তু সব বাধা উপেক্ষা করেই বামেরা বুক চিতিয়ে বুকস্টল তৈরি করে মানুষের কাছে আমাদের কথা বইয়ের মাধ্যমে তুলে ধরতে সফল হয়েছে | বই বিক্রির হার বা ক্রেতার সংখ্যা দেখে বলাই যায়, ভোটারের নিরিখে পিছিয়ে থাকলেও মতাদর্শের দিক থেকে এখনও বামেরাই সাধারণ মানুষের বেঁচে থাকার অস্ত্র।''
পুজোর মধ্যেই কলকাতায় বামেদের বুকস্টলে হামলার অভিযোগে উত্তাল হয়েছিল রাজ্য, উৎসবের মধ্যেই রাস্তায় নেমে প্রতিবাদ থেকে গ্রেফতারি বরণ করেছিল একাধিক বাম নেতা ও লেখক শিল্পীরা। বাম মতাদর্শের বিরোধীদের হাজারও বাধা সত্বেও রাজ্য জুড়ে বামেদের বুকস্টল থেকে বই বিক্রির হার দেখে হতভম্ব রাজনৈতিক মহল। শুধু মাত্র হাওড়া জেলাতেই উৎসবের দিনে প্রায় ছয় লক্ষ টাকার বই বিক্রি করতে পেরে উৎফুল্ল বাম কর্মী-সমর্থকরা। বাম নেত্বিতের দাবি, বই বিক্রির অর্থই শুধু বাড়েনি বেড়েছে ক্রেতার সংখ্যাও । ফলে ঘরে-ঘরে বাম মতাদর্শ পৌঁছে দিতে পেরে অনেকটাই খুশি কর্মী সমর্থকরা ।
Debasish Chakraborty