TRENDING:

মাদক মেশানো চা বিস্কুট খাইয়ে অভিনব কায়দায় লুঠ রোগীর আত্মীয়দের সর্বস্ব

Last Updated:

হাসপাতালই লুঠের আখড়া। মাদক মেশানো চা বিস্কুট খাইয়ে অভিনব কায়দায় কেপমারি হাওড়া হাসপাতালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: হাসপাতালই লুঠের আখড়া। মাদক মেশানো চা বিস্কুট খাইয়ে অভিনব কায়দায় কেপমারি হাওড়া হাসপাতালে। রোগীর আত্মীয় সেজে সাতজনের সর্বস্ব লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতী। মাদকের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনজন।
advertisement

হাওড়া হাসপাতালে ছিনতাইবাজের শিকার রোগীর আত্মীয়রা। হাসপাতালের মধ্যেই অভিনব কায়দায় লুঠ।শুক্রবার রোগীর আত্মীয় সেজে হাসপাতালে আসে একজন।

-- অন্য রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলে ভাব জমিয়ে ফেলে সে

-- বেশ কয়েকবার অন্য রোগীর আত্মীয়দের চা বিস্কুট খাওয়ায় ওই আগন্তুক

সন্ধেবেলার দিকে চা বিস্কুট খাওয়ার পর ঘুমে ঢুলে পড়েন কয়েকজন রোগীর আত্মীয়।শনিবার সকালে সাফাইকর্মীর ডাকে ঘুম ভাঙে তাঁদের। জ্ঞান ফেরার পর তাঁরা লক্ষ করেন টাকা, মোবাইল সব উধাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মাদক মেশানো চা-বিস্কুট খাইয়ে লুঠ একাধিক ব্যক্তির টাকা ও মোবাইল। । । বেশ কয়েকবার তাদের চা বিস্কুটও খাওয়ায়। ততক্ষণে খোয়া গেছে সাতজনের টাকা, মোবাইল। মাদক মেশানো খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনজন। তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালেই । ঘটনায় আটক এক।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাদক মেশানো চা বিস্কুট খাইয়ে অভিনব কায়দায় লুঠ রোগীর আত্মীয়দের সর্বস্ব