পরিদর্শনকালে সিনহা বলেন, ‘বোলপুর বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে এবং রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) পক্ষ থেকে উচ্চস্তরের সতর্কতা ও পেশাদারিত্ব প্রয়োজন।’
তিনি একটি সুরক্ষা সম্মেলনে সভাপতিত্ব করেন। ব্যাগেজ স্ক্যানারে নিযুক্ত কর্মীদের বিচক্ষণতার সঙ্গে নজরদারি বজায় রাখার নির্দেশ দেন এবং যাত্রীদের নিরাপত্তার জন্য সিসিটিভি নজরদারির কার্যকর ব্যবহারের উপর জোর দেন।
advertisement
রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকরা জানাচ্ছেন, এই পরিদর্শন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ক্ষেত্রে পূর্ব রেল আরপিএফ-এর ধারাবাহিক প্রচেষ্টাকেই প্রতিফলিত করে। আধিকারিকরা জানাচ্ছেন, বোলপুর স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষত সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনার কারণে নিরাপত্তা তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে, যার মধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ড্রোন নজরদারি এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) ও অন্যান্য পুলিশি তৎপরতাও রয়েছে। পৌষমেলা উপলক্ষ্যে অনেক মানুষ এখানে এসেছেন। আবার নতুন বছর উদযাপন উপলক্ষ্যে দেশি-বিদেশি পর্যটকেরা এখানে যাতায়াত করেন। সেই কারণে এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা বলবৎ করা হয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে সংযোগ রাখে এমন একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বোলপুর স্টেশনে থামে। তাই নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে ।
