চিকিৎসকরা জানাচ্ছেন, বন-জঙ্গল ঝোপঝাড়ে জন্মানো এক ধরনের বিশেষ পোকার কামড় থেকে স্ক্রাব টাইফাসের জীবাণু শরীরে ঢোকার পর জ্বর আসে। দিন সাতেকের জ্বর আর বমির পর শুরু হয় শারীরিক জটিলতা। গোড়ায় চিকিৎসা হলে সহজেই সুস্থ হবেন রোগীরা, কিন্তু চিকিৎসা না-হলে বড় সমস্যা হতে পারে। তবে ডেঙ্গির নির্দিষ্ট ওষুধ না থাকলেও স্ক্রাব টাইফাসের ওষুধ রয়েছে। ফলে সঠিক চিকিৎসা হলে জীবনহানির আশঙ্কা কম।
advertisement
প্রাপ্তবয়স্করা পোকামাকড় কামড়ালে বুঝতে পারেন ৷ পোকামাকড় থেকে সচেতন হতে পারেন ৷ কিন্তু ছোট ছেলেমেয়েরা খেলাধূলা করতে গেলে কিংবা বন-জঙ্গলের মধ্যে গেলে এই পোকা কামড়ে দেওয়ার আশঙ্কা থাকে ৷ যার ফলে ছোটদের ক্ষেত্রে এই রোগের আশঙ্কা বেশি থাকে ৷ এমনটাই জানাচ্ছেন ডাক্তার বাবুরা।
Sujit Bhowmick
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2020 4:14 PM IST