TRENDING:

করোনা আবহের মধ্যেই নতুন উপসর্গ স্ক্রাব টাইফাস ! এলাকায় ছড়াল আতঙ্ক !

Last Updated:

নতুন করে আবার এই রোগের ত্রাস ছড়িয়েছে জেলায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তমলুক: করোনা আবহেই আবার স্ক্রাব টাইফাস আতঙ্ক ! পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শিমুলিয়া এলাকার সাড়ে আট বছরের এক শিশুকন্যা ও নন্দকুমার থানার পুরষাঘাট এলাকার এলাকার সাড়ে চার বছরের এক শিশুপুত্র এই রোগে আক্রান্ত হয়ে তমলুকের এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ৷ নতুন করে আবার এই রোগের ত্রাস ছড়িয়েছে জেলায়।
advertisement

চিকিৎসকরা জানাচ্ছেন, বন-জঙ্গল ঝোপঝাড়ে জন্মানো এক ধরনের বিশেষ পোকার কামড় থেকে স্ক্রাব টাইফাসের জীবাণু শরীরে ঢোকার পর জ্বর আসে। দিন সাতেকের জ্বর আর বমির পর শুরু হয় শারীরিক জটিলতা। গোড়ায় চিকিৎসা হলে সহজেই সুস্থ হবেন রোগীরা, কিন্তু চিকিৎসা না-হলে বড় সমস্যা হতে পারে। তবে ডেঙ্গির নির্দিষ্ট ওষুধ না থাকলেও স্ক্রাব টাইফাসের ওষুধ রয়েছে। ফলে সঠিক চিকিৎসা হলে জীবনহানির আশঙ্কা কম।

advertisement

প্রাপ্তবয়স্করা পোকামাকড় কামড়ালে বুঝতে পারেন ৷  পোকামাকড় থেকে সচেতন হতে পারেন ৷ কিন্তু ছোট ছেলেমেয়েরা খেলাধূলা করতে গেলে  কিংবা বন-জঙ্গলের মধ্যে গেলে এই পোকা কামড়ে দেওয়ার আশঙ্কা থাকে ৷ যার ফলে ছোটদের ক্ষেত্রে এই রোগের আশঙ্কা বেশি থাকে ৷ এমনটাই জানাচ্ছেন ডাক্তার বাবুরা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Sujit Bhowmick

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
করোনা আবহের মধ্যেই নতুন উপসর্গ স্ক্রাব টাইফাস ! এলাকায় ছড়াল আতঙ্ক !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল