স্থানীয় ও পুলিশ সূুত্রে খবর, নন্দীগ্রামের শিমুলকুন্ডু গ্রামের বাসিন্দা গোকুলনগর হাইস্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র শুভম মণ্ডলকে পড়তে বসা নিয়ে বকাবকি করে তার মা। এরপর মা দোকানে চলে গেলে বাড়ির ঠাকুর মন্দিরে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা দেয় সে। তারপরেই ফাঁকা বাড়িতে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তাকে উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
advertisement
সম্প্রতি পাঁশকুড়ার এক ছাত্র আত্মহত্যা করে। দোকানদারের দেওয়া মিথ্যা চুরির অপবাদ এবং প্রকাশ্য রাস্তায় চুরির অপবাদ দিয়ে কান ধরে ওঠবোস মেনে নিতে পারেনি নাবালক ছাত্রটি। মন খারাপ করেই বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে ক্লাস সেভেনের ওই পড়ুয়া।
পাঁশকুড়ার গোঁসাইবেড় বাজারের বাসিন্দা কৃষ্ণেন্দু দাস। অভিযোগ, সপ্তম শ্রেণির ছাত্র কৃষ্ণেন্দুকে চিপস প্যাকেট চুরির অপবাদ দেয় স্থানীয় এক দোকানদার। জানা গিয়েছে, বাজারে চিপস কিনতে গিয়েয়েছিলেন সে। কৃষ্ণেন্দুর পরিবারের অভিযোগ, যে দোকানে কৃষ্ণেন্দু গিয়েছিল সেদিন সেই দোকানে চিপস ছিল না। এমনকী দোকানদারকে বার বার ডেকেও সাড়া পায়নি কৃষ্ণেন্দু।