TRENDING:

Tree Care: গাছের পরিচর্যা করলেই মিলবে পুরস্কার!

Last Updated:

Tree Care: মাঝে মধ্যেই গাছের ছবি তুলে শিক্ষকদের পাঠাতে হবে। প্রধান শিক্ষকের কথা অনুযায়ী, তিন মাস পরে গাছের ছবি দেখে পড়ুয়াদের পুরস্কৃত করা হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: পরিবেশের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিল পূর্বস্থলীর নীলমণি ব্রহ্মচারী ইন্সটিটিউশন। প্রচন্ড গরমের মধ্যে প্রকৃতিতে আরও কিছুটা অক্সিজেনের মাত্রা বাড়াতে এবং একাদশ শ্রেণির নতুন ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়ার জন্যই এবার অভিনব পন্থা নিল পূর্বস্থলীর এই স্কুল। বিদ্যালয়ের তরফে পড়ুয়াদের মধ্যে শতাধিক চারাগাছ বিতরণ করা হয়েছে। এভাবেই তারা সামার ক্যাম্প করে।
advertisement

তবে এই চারাগাছ বিদ্যালয়ে নয়, পড়ুয়ারা চারাগাছ বসিয়েছে তাদের বাড়িতেই। এই প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম বসাক বলেন, যেহেতু স্কুলের ছুটি চলছে, ছেলেমেয়েরা বিদ্যালয়ে আসছে তাই একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ডাকা হয়েছিল। আমাদের বিদ্যালয়ে কিচেন গার্ডেন রয়েছে। আবারও এই পড়ুয়াদের দিয়ে কিচেন গার্ডেনে বীজ ছড়ানো হবে। পড়ুয়ারা ইকো ক্লাবের সদস্য হবে কিছুদিন পরই। এছাড়াও পড়ুয়াদের একটি করে চারাগাছ দেওয়া হয়েছে। যেটা তারা তাদের বাড়িতে বসাবে। তিন মাস পরে সেই গাছের ছবি নিয়ে আমরা একটা পুরস্কারের ব্যবস্থা করব বলে ভেবেছি।

advertisement

আর‌ও পড়ুন: জামাইষষ্ঠীর মাংস কিনতে বেরিয়ে বাড়ি ফেরা হল না যুবকের

বিদ্যালয়ের তরফে আরও জানা গিয়েছে, প্রত্যেক পড়ুয়াকে এই গাছ বসানোর পরে বিশেষভাবে পরিচর্যা করার কথা বলা হয়েছে। তবে এখানেই থেমে নেই বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের নির্দেশ মেনে গাছের পরিচর্যা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা বোঝার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, মাঝে মধ্যেই গাছের ছবি তুলে শিক্ষকদের পাঠাতে হবে। প্রধান শিক্ষকের কথা অনুযায়ী, তিন মাস পরে গাছের ছবি দেখে পড়ুয়াদের পুরস্কৃত করা হবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা নেই হোটেলের রুম! কেন সবাই ভিড় জমাচ্ছেন বক্সা এবং জলদাপাড়ার জঙ্গলে?
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tree Care: গাছের পরিচর্যা করলেই মিলবে পুরস্কার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল