সম্প্রতি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ট্যাব কেনার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। এই প্রসঙ্গে বেশ কিছু ছাত্রছাত্রী ট্যাব কেনার টাকা ইতিমধ্যে পেয়েও গিয়েছে। কিন্তু পাশাপাশি এমন অভিযোগও উঠেছে, যে ছাত্রছাত্রীরা ট্যাব কেনার টাকা পায়নি। তাদের অভিযোগ মতোই এখনও পর্যন্ত ৮০ জন পড়ুয়াকে চিহ্নিত করল স্কুলশিক্ষা দফতর।
advertisement
এই পড়ুয়ারা প্রত্যেকেই পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই দুই জেলাযর বাসিন্দা। এদের কাছে ট্যাব কেনার টাকা সরকার পৌঁছায়নি। সেই নিয়ে তদন্তের নির্দেশ দিল স্কুলশিক্ষা দফতর। দুই জেলার স্কুল পরিদর্শককে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সঞ্জয়ের বিরুদ্ধে বিরাট প্রমাণ সিবিআইয়ের হাতে! আরজি কর কাণ্ডে বদলে যাবে তদন্তের গতি?
পাশাপাশি এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। যে স্কুলগুলির পডুয়ারা টাকা পায়নি, সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা শিক্ষা দফতরের তদন্তের আওতায় আসতে চলেছেন। স্কুলশিক্ষা দফতর সূত্রে খবর, টাকা উদ্ধার না করা গেলে ফের এই পড়ুয়াদের টাকা পাঠাবে রাজ্য।