TRENDING:

রাত পোহালেই SSC পরীক্ষা! কী কী নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না? নিরাপত্তার খাতিরে একগুচ্ছ ব্যবস্থা

Last Updated:

SSC Exam: সকাল ১০টা থেকে ১১টা ৪৫ পর্যন্ত পরীক্ষার্থীরা পরীক্ষা হলে ঢুকতে পারবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান, দীপক শর্মাঃ রাত পোহালেই রাজ্যে এসএসসি পরীক্ষা। পশ্চিম বর্ধমান জেলায় মোট ২০টি সেন্টার হয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ১১৭ জন। সেন্টার ইনচার্জরা জানাচ্ছেন, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে যে সতর্কতা অবলম্বন করা হয়েছে তা কঠোরভাবে পালন করা হচ্ছে।
এসএসসি পরীক্ষা
এসএসসি পরীক্ষা
advertisement

সকাল ১০টা থেকে ১১টা ৪৫ পর্যন্ত পরীক্ষার্থীরা পরীক্ষা হলে ঢুকতে পারবেন। কোনও রকম মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ ও ইলেকট্রনিকস গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। প্রত্যেকটি সেন্টারেই লাগানো হয়েছে সিসি ক্যামেরা।

আরও পড়ুনঃ অসুস্থ হনুমান উদ্ধার, সেবা করছে গ্রামবাসী! বন দফতরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বিক্ষোভ

পরীক্ষাকেন্দ্রের চত্বরে ও ক্লাসরুমে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। প্রতিটি পরীক্ষা কক্ষেই থাকবে ঘড়ি। কমিশন নির্দেশিত সব রকমের সতর্কতা ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে সেন্টার ইনচার্জরা জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, যোগ্য-অযোগ্য বিতর্কের মাঝেই আগামীকাল রাজ্যে এসএসসি পরীক্ষা। আগামীকাল স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণির পরীক্ষা। পশ্চিম বর্ধমানে মোট ২০টি সেন্টার হয়েছে, পরীক্ষায় বসবেন ১২ হাজার ১১৭ জন। তার আগে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে প্রত্যেকটি সেন্টার। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে যে সতর্কতা অবলম্বন করা হয়েছে তা কঠোরভাবে পালন করা হচ্ছে বলে জানিয়েছেন সেন্টার ইনচার্জরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাত পোহালেই SSC পরীক্ষা! কী কী নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না? নিরাপত্তার খাতিরে একগুচ্ছ ব্যবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল