যদিও শহরের বহু বেসরকারি স্কুল চাইছে অফলাইনের পাশাপাশি অনলাইনেও ক্লাস হক। তারা অষ্টম থেকে দ্বাদশের সব পড়ুয়াকে একসঙ্গে স্কুলে আনার ঝুঁকি নিতে নারাজ। তাই অফলাইন ক্লাসের পাশাপাশি চলবে অনলাইন ক্লাসও। কর্তৃপক্ষের দাবি, অষ্টম শ্রেণির বেশির ভাগই যেহেতু করোনা টিকার প্রথম ডোজ এখনও পায়নি, তাই স্কুলে গেলে সংক্রামিত হওয়ার ভয় থেকেই যাচ্ছে। তাই আপাতত ভাগ ভাগ করেই পড়ুয়ারা আসুক। তবে অধিকাংশ স্কুলই জানিয়েছে, পরীক্ষা দিতে হবে অফলাইনে।
advertisement
আরও পড়ুন - Ind vs WI: ভারত বনাম ওয়েস্টইন্ডিজ সিরিজে-র ওপর নির্ভর করছে ‘এই’ তিন ক্রিকেটারের ভাগ্য, নিতে পারেন অবসর!
উল্লেখ্য, ৩১ জানুয়ারি স্কুল খোলার নির্দেশিকা জারি করে মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে স্পষ্টভাবে জানান হয়, আগেরবার যেভাবে স্কুলের ক্লাস নেওয়া হত ভাগ ভাগ করে, আলাদা আলাদা সময়ে। তেমনভাবে এ বারে আর ক্লাস নিতে হবে না। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হবে একই সময়ে। ক্লাস শুরুর আধ ঘন্টা আগে ছাত্র-ছাত্রীদের স্কুলে পৌঁছে যেতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রাক্টিক্যাল ক্লাসও শুরু করতে হবে ৩ ফেব্রুয়ারি থেকে।