TRENDING:

মিড-ডে মিলের ঘরে ছাগলের বাস, মাঠ জুড়ে চড়ছে গরু... ছাত্রহীন ক্লাসঘর

Last Updated:

এ দৃশ্য পূর্ব বর্ধমান জেলার গলসি ব্লকের গোহগ্রাম ভুবনমোহন এমএসকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: গ্রামের স্কুল এখন শস্য মজুত রাখার ও ঝাড়াই-বাছাইয়ের জায়গা, মিড-ডে মিলের ঘরে ছাগলের বাস আর মাঠ জুড়ে চড়ছে গরু। ছাত্রহীন ক্লাসঘর,নিঃসঙ্গ শিক্ষক। একটা স্কুল দাঁড়িয়ে আছে বছরের পর বছর—ফাঁকা বেঞ্চ, নিঃশব্দ ক্লাসঘর, আর এক জন নিঃসঙ্গ শিক্ষক, যিনি প্রতিদিন স্কুলে এসে অপেক্ষা করেন সেই ছাত্রদের জন্য, যারা কোনওদিন আর ফিরে আসে না। এ দৃশ্য পূর্ব বর্ধমান জেলার গলসি ব্লকের গোহগ্রাম ভুবনমোহন এমএসকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের।
News18
News18
advertisement

বিগত কয়েক বছর ধরে এই বিদ্যালয়ের নেই একজনও পড়ুয়া অথচ নিয়ম করে স্কুলে আসেন বিদ্যালয়ের একমাত্র শিক্ষক।বসে থাকেন একা,শূন্য ঘরে।এক অদৃশ্য প্রতীক্ষায়—হয়তো আজ কেউ আসবে! শিক্ষক নিজেই বলেন, “আমি একাই আছি ২০১৮ সাল থেকে। ছ’জন ছাত্রছাত্রী নামেই আছে, কিন্তু কেউই আসে না। ফোন করে,বাড়ি গিয়ে ডেকে আনতে হয়। শিক্ষক না থাকায় অভিভাবকরাও আর আগ্রহ দেখান না”। গলার সুরে হতাশা স্পষ্ট স্থানীয় বাসিন্দা তন্ময় সাহারও, “শিক্ষক না থাকলে বাবা-মায়েরা তো অন্য স্কুলে পাঠাবেই। চার-পাঁচ বছর ধরে স্কুলটা কার্যত বন্ধ হয়ে গেছে।এখন তো মদের ঠেক হয়ে উঠেছে স্কুলটা”।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

গলসি পশ্চিম চক্রের বিদ্যালয় পরিদর্শক (এসআই) জানান, “এই এমএসকেগুলো একসময় রাজ্য শিশু শিক্ষা মিশনের আওতায় ছিল। কিন্তু ধীরে ধীরে শিক্ষক সংখ্যা কমে গেছে। গোহগ্রামের এই বিদ্যালয়ের একমাত্র শিক্ষকও শীঘ্রই অবসর নেবেন। নতুন নিয়োগের কোনও নির্দেশ বা নীতিও নেই। ফলে স্কুলটি কার্যত বন্ধ হয়ে যাওয়ার মুখে”।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মিড-ডে মিলের ঘরে ছাগলের বাস, মাঠ জুড়ে চড়ছে গরু... ছাত্রহীন ক্লাসঘর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল