TRENDING:

Scam Tmc Mla: 'করে দেখান তো...', তৃণমূল বিধায়ককে পুকুর পাড়ে এনে কেন এমন বলল সিবিআই? শুরু ফিসফাস

Last Updated:

Scam Tmc Mla: বিবৃতি দিয়ে সিবিআই দাবি করেছে, 'জীবনকৃষ্ণ সাহার বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার নিয়োগ-দুর্নীতির নথি সহ ৫টি ব্যাগ, ব্যাগ থেকে উদ্ধার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি, চাকরিপ্রার্থীদের ছবি-সহ তালিকা উদ্ধার, মিলেছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ডও।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর: অবশেষে রবিবার সকালে টানা ৪৩ ঘন্টা পর জল ছেঁচে পুকুর থেকে উদ্ধার করা হল বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার একটি মোবাইল ফোন। আরও একটি ফোনের খোঁজে চলছে তল্লাশি। ৪৩ ঘণ্টা ধরে পুকুর থেকে জল তোলার পর উদ্ধার তৃণমূল বিধায়কের মোবাইল ফোন। শুক্রবার বিকেল ৫টায় পুকুরে দুটি মোবাইল ফোন ছুড়ে ফেলেন জীবনকৃষ্ণ সাহা, এমনই দাবি সিবিআইয়ের। শুক্রবার থেকেই নিজের বাড়িতেই নজরবন্দি ছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এবার তাঁকে নিজেরই বাড়ির ছাদে ও পুকুর পাড়ে নিয়ে গিয়ে তৃণমূল বিধায়ককে ঘটনার পুনর্নির্মাণ করে সিবিআই। কীভাবে মোবাইল ছুড়ে ফেলেছিলেন তিনি, কীভাবেই বা পালানোর চেষ্টা করেছিলেন, তাও করে দেখাতে বলেন তদন্তকারীরা।
আরও বিপাকে তৃণমূল বিধায়ক
আরও বিপাকে তৃণমূল বিধায়ক
advertisement

বিবৃতি দিয়ে সিবিআই দাবি করেছে, 'জীবনকৃষ্ণ সাহার বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার নিয়োগ-দুর্নীতির নথি সহ ৫টি ব্যাগ, ব্যাগ থেকে উদ্ধার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি, চাকরিপ্রার্থীদের ছবি-সহ তালিকা উদ্ধার, মিলেছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ডও। কার থেকে কত টাকা, ব্যাগে মিলেছে সেই সংক্রান্ত হিসেবের তালিকাও। সিবিআই হানার খবর পেয়ে আগেভাগে নথি লোপাটের চেষ্টা জীবনকৃষ্ণর।' অবশেষে সেই মোবাইল ফোন উদ্ধার করা হল। আরও একটি মোবাইল ফোনের খোঁজে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: তৃণমূল বিধায়কের বাড়ির পাশের পুকুর থেকে এ কী উদ্ধার হল! ৩২ ঘণ্টা পরও তল্লাশি, অবাক সিবিআই

২০০৪ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা দিয়ে শুরু হয় জীবনকৃষ্ণের পথচলা। ব্যবসায়ী পরিবারের সন্তান তিনি। তাঁর বাবার বীরভূমের সাঁইথিয়াতে তেল মিল ও আলুর কোল স্টোরেজ আছে। অন্যদিকে কান্দি মহকুমায় রেশন চালের ডিস্ট্রিবিউটারশিপও আছে তার বাবা বিশ্বনাথ সাহার নামে। বর্তমানে পৈত্রিক ব্যবসা দেখাশুনো করেন।

advertisement

আরও পড়ুন: ফের শিরোনামে গোপাল দলপতি-হৈমন্তী জুটি! এবার যা করল সিবিআই, রহস্যফাঁস সময়ের অপেক্ষা

যদিও পরে প্রাথমিক স্কুলের শিক্ষকতা ত্যাগ করে নানুরের দেবগ্রাম হাইস্কুলের শিক্ষকতা করেন ২০২১ সাল পর্যন্ত। কলেজ জীবন থেকেই তৃণমূল করেন। অনুব্রত মণ্ডলের অনুগত হিসেবেই পরিচিত জীবন কৃষ্ণ সাহা। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী অমিও দাসকে ২৭৫৩ ভোটে পরাজিত করে জয়ী হন তৃণমূলের জীবন কৃষ্ণ সাহা।

advertisement

নানুর ব্লকের দেব গ্রাম হাইস্কুলে শিক্ষকতা করেন। পরে কুন্ডল হাইস্কুলে যোগদান করেন ২০২১ সালে। কিন্তু বিধায়ক হওয়ার কারণে সেখানে যোগদান করতে পারেননি। স্ত্রী টগর সাহাকে বিয়ে করে ২০১৩ সালে। ২০১৪ টেটে প্রাথমিক চাকরি পান। বাড়ির কাছেই একশো মিটারের মধ্যে আন্দি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শ্যালক নিতাই সাহা ২০২২ সালে প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদান করেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Scam Tmc Mla: 'করে দেখান তো...', তৃণমূল বিধায়ককে পুকুর পাড়ে এনে কেন এমন বলল সিবিআই? শুরু ফিসফাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল