TRENDING:

Scam: ৪ জনের চাকরি ৬৪ লাখে! পার্থ ঘনিষ্ঠ অতনু গুছাইত কোথায় গেল? পৈতৃক বাড়িতে সমন

Last Updated:

Scam: প্রসেনজিৎ কুইলা নামে এক ব্যক্তি কোলাঘাট থানায় এবং তমলুক জেলা আদালতে অভিযোগ দায়ের করেন অতনু গুছাইতের নামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোলাঘাট: আরও বিপাকে চাকরি দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত পলাতক পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অতনু গুছাইত। পলাতক অতনুর চাবিতালা লাগানো বাড়িতে সাঁটানো হল পুলিশের সমন নোটিশ! নিয়োগ দুর্নীতি কাণ্ডে বেশ কয়েক মাস যাবৎ সপরিবারে গা ঢাকা দিয়েছে কোলাঘাটের অতনু গুছাইত। এবার তাঁর কোলাঘাটের পৈতৃক বাড়িতে সমন পাঠালো তমলুক জেলা আদালত।
আরও চাপে পার্থ!
আরও চাপে পার্থ!
advertisement

প্রসেনজিৎ কুইলা নামে এক ব্যক্তি কোলাঘাট থানায় এবং তমলুক জেলা আদালতে অভিযোগ দায়ের করেন অতনু গুছাইতের নামে। তাঁর অভিযোগ, বাড়ির চার সদস্যের প্রাইমারি চাকরি করে দেওয়ার জন্য কোলাঘাটের অতন গুছাইতকে ৬৪ লক্ষ টাকা দিয়েও চাকরি পাওয়া যায়নি। টাকা বারবার চাওয়ার পরেও সেটা কার ফেরত পাইনি, সেই মর্মে তমলুক কোর্টে এবং কোলাঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

advertisement

আরও পড়ুন: জেলে থেকেও আরও বিপদে পার্থ চট্টোপাধ্যায়, আরও এক মামলায় CBI নির্দেশ! মহাবিপদ

আর সেই অভিযোগ ভিত্তিতে তমলুক জেলা আদালত বারবার অতনু গুছাইতকে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো সত্ত্বেও হাজিরা না দেওয়ায় এবার কোলাঘাটের পুলিশের মারফত তাঁর পৈতৃক বাড়িতে সমন পাঠাল তমলুক জেলা আদালত।

আরও পড়ুন: আর লাউডস্পিকারে হবে না ঘোষণা, বিখ্যাত এই রেলস্টেশন হয়ে গেল 'নিঃস্তব্ধ'! চমকে উঠবেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়র পরিচয় দিয়ে কোলাঘাট সহ পার্শ্ববর্তী জেলা থেকে প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ওঠেন কোলাঘাটের অতনু গুছাইতে বিরুদ্ধে। তবে বেশ কয়েক মাস যাবৎ সপরিবারে গা ঢাকা দেয় অতনু গুছাইত।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Scam: ৪ জনের চাকরি ৬৪ লাখে! পার্থ ঘনিষ্ঠ অতনু গুছাইত কোথায় গেল? পৈতৃক বাড়িতে সমন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল