প্রসেনজিৎ কুইলা নামে এক ব্যক্তি কোলাঘাট থানায় এবং তমলুক জেলা আদালতে অভিযোগ দায়ের করেন অতনু গুছাইতের নামে। তাঁর অভিযোগ, বাড়ির চার সদস্যের প্রাইমারি চাকরি করে দেওয়ার জন্য কোলাঘাটের অতন গুছাইতকে ৬৪ লক্ষ টাকা দিয়েও চাকরি পাওয়া যায়নি। টাকা বারবার চাওয়ার পরেও সেটা কার ফেরত পাইনি, সেই মর্মে তমলুক কোর্টে এবং কোলাঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
advertisement
আরও পড়ুন: জেলে থেকেও আরও বিপদে পার্থ চট্টোপাধ্যায়, আরও এক মামলায় CBI নির্দেশ! মহাবিপদ
আর সেই অভিযোগ ভিত্তিতে তমলুক জেলা আদালত বারবার অতনু গুছাইতকে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো সত্ত্বেও হাজিরা না দেওয়ায় এবার কোলাঘাটের পুলিশের মারফত তাঁর পৈতৃক বাড়িতে সমন পাঠাল তমলুক জেলা আদালত।
আরও পড়ুন: আর লাউডস্পিকারে হবে না ঘোষণা, বিখ্যাত এই রেলস্টেশন হয়ে গেল 'নিঃস্তব্ধ'! চমকে উঠবেন
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়র পরিচয় দিয়ে কোলাঘাট সহ পার্শ্ববর্তী জেলা থেকে প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ওঠেন কোলাঘাটের অতনু গুছাইতে বিরুদ্ধে। তবে বেশ কয়েক মাস যাবৎ সপরিবারে গা ঢাকা দেয় অতনু গুছাইত।