শুক্রবার সিবিআই যেতেই গোপাল দলপতির বাড়ির এলাকা ভূপতিনগরে জোর হইচই পড়ে যায়। গ্রামের উৎসাহী মানুষজনের ভিড় হয় গোপালের বাড়ির চৌহদ্দিতে। বাড়িতে ঢুকে তল্লাশির পাশাপাশি অভিযুক্ত গোপাল দলপতির মা, ভাই এবং ভাতৃবধুকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই-এর প্রতিনিধি দলের সদস্যরা!
আরও পড়ুন: তৃণমূল বিধায়কের বাড়ির পাশের পুকুর থেকে এ কী উদ্ধার হল! ৩২ ঘণ্টা পরও তল্লাশি, অবাক সিবিআই
advertisement
সিবিআই-এর সাতজনের প্রতিনিধি দলটি গোপাল দলপতির বাড়িতে ঢুকে কাগজপত্র পরীক্ষা করে এবং পরিবারের সকলকে জিজ্ঞাসাবাদও করে। সিবিআই আধিকারিকরা কী কী জিজ্ঞাসাবাদ করেছে, তাও জানান গোপাল দলপতির মা লক্ষ্মী দলপতি। কাঠফাটা রোদ আর দমবন্ধ করা গরমের মধ্যেও গোপালের বাড়ির সামনে স্থানীয় বাসিন্দাদের ভিড় লক্ষ্য করা যায়।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির টাকায় এত সব! তৃণমূল বিধায়কের বিপুল সম্পত্তির খোঁজ, পিছনে সেই অনুব্রত?
জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির পাশাপাশি সিবিআই গোপালের বাড়ি থেকে বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্রও সঙ্গে নিয়ে গিয়েছে। প্রায় দুঘন্টা দশ মিনিট গোপাল দলপতির বাড়িতে তারা জিজ্ঞাসাবাদ চালায়। এরপরই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। বাড়ির আসবাবপত্র, আলমারি সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় বলে খবর। বেশ কিছু কাগজে গোপালের মা'কে দিয়ে সই করিয়ে নিয়ে যান সিবিআই আধিকারিকরা।
এদিকে, হৈমন্তীর পৈতৃক বাড়িতেও এসেছিলেন সিবিআই আধিকারিকরা। প্রায় দুঘন্টা সেখানে তল্লাশি চালান তাঁরা। সেইসঙ্গে জিজ্ঞাসাবাদ করেন হৈমন্তীর মা বাবা ও বোনকেও। উত্তর বাঁকসাড়ায় হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে সিবিআই দল যাওয়ার পরেই গোটা এলাকায় শোরগোল পড়ে যায়। বেহালার ফ্ল্যাটের পর এবার হৈমন্তীর পৈতৃক বাড়িতেও বেশ কিছু নথি সংগ্রহ করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।