TRENDING:

Scam: তৃণমূল বিধায়কের বাড়ির পাশের পুকুর থেকে এ কী উদ্ধার হল! ৩২ ঘণ্টা পরও তল্লাশি, অবাক সিবিআই

Last Updated:

Scam: শুক্রবার বড়ঞার আন্দি গ্রামের বাড়িতে এসে বেলা সাড়ে ১২টা নাগাদ শুরু হয়েছিল সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। সারা রাত ধরে তা চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ ৩২ ঘণ্টা হয়ে গেল। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে এখনও রয়েছে সিবিআই। আর অবশেষে পুকুরে যে দুটি মোবাইল ফেলেছিলেন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, তার মধ্যে একটি মোবাইলের খোঁজ মিলল। রবিবার সকালে সাড়ে সাতটা নাগাদ বিধায়কের বাড়ি সংলগ্ন পুকুর থেকে মেলে একটি মোবাইল। আরও একটি মোবাইলের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, ম্যারাথন জিজ্ঞাসাবাদের মধ্যেই তিনি পুকুরে ফেলে দেন নিজের দুটি মোবাইল ফোন। সেই ফোন উদ্ধারে তল্লাশি শুরু করে সিবিআই প্রতিনিধি দল। বছরের প্রথম দিন শনিবার ভোর থেকে পুনরায় জল ছেঁচার কাজ শুরু হয়। অবশেষে জল ছেঁচার পরই মিলল একটি মোবাইল।
পুকুর থেকে এ কী মিলল!
পুকুর থেকে এ কী মিলল!
advertisement

শুক্রবার বড়ঞার আন্দি গ্রামের বাড়িতে এসে বেলা সাড়ে ১২টা নাগাদ শুরু হয়েছিল সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। সারা রাত ধরে তা চলেছে। সিবিআই সূত্রে খবর, তারই মধ্যে অদ্ভুত কাণ্ড করে বসেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বিকেলের দিকে অসুস্থতার কথা বলে শৌচালয়ে যাওয়ার নাম করে আচমকাই বাড়ির পিছনের পুকুরে নিজের দু’টি মোবাইল ফেলে দেন। ঘটনায় হকচকিয়ে যান তদন্তকারীরা।

advertisement

আরও পড়ুন: হঠাৎ আসানসোলে ইডি অভিযান! এবার কার দরজায় গোয়েন্দারা, শুনলে পায়ের তলার মাটি সরে যাবে

এরপর পুকুরের সমস্ত জল ছেঁচে ফেলে মোবাইল দু’টির খোঁজ চালান তাঁরা। শুক্রবার গভীর রাত পর্যন্ত যদিও সেই মোবাইল উদ্ধার হয়নি। পুকুরে জল মারার জন্য মেশিন বসানো হয়েছিল। শনিবার সকাল থেকেই জেনারেটর বসিয়ে নতুন করে জল ছেঁচার কাজ শুরু করা হয়। কিন্তু শনিবার দিনভর খোঁজা হলেও মোবাইল মেলেনি। অবশেষে তা উদ্ধার হল রবিবার সকালে।

advertisement

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এ কী ঘটে গেল! সিবিআই গোয়েন্দাদের চমকে দিলেন বিধায়ক জীবনকৃষ্ণ

প্রসঙ্গত, সেই শুক্রবার বেলা সাড়ে ১২'টা নাগাদ মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে গিয়ে তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। পাশাপাশি তার শ্বশুরবাড়িতেও যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রের খবর, জিজ্ঞাসাবাদ চলাকালীন গতকাল বিকেল সাড়ে চার'টা নাগাদ অসুস্থতার কথা বলে শৌচাগারে যাওয়ার কথা বলেন জীবনকৃষ্ণ। এর পর বাড়ির পিছনের দিকে যাওয়ার নাম করে পাঁচিল টপকে আচমকাই নিজের দু’টি মোবাইল পুকুরে ছুড়ে ফেলে দেন।

advertisement

বিবৃতি দিয়ে সিবিআই দাবি করেছে, 'জীবনকৃষ্ণ সাহার বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার নিয়োগ-দুর্নীতির নথি সহ ৫টি ব্যাগ, ব্যাগ থেকে উদ্ধার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি, চাকরিপ্রার্থীদের ছবি-সহ তালিকা উদ্ধার, মিলেছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড। কার থেকে কত টাকা, ব্যাগে মিলেছে সেই সংক্রান্ত হিসেবের তালিকা। সিবিআই হানার খবর পেয়ে আগেভাগে নথি লোপাটের চেষ্টা জীবনকৃষ্ণর।' অবশেষে সেই মোবাইল ফোন উদ্ধার করা হল। আরও একটি মোবাইল ফোনের খোঁজে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Scam: তৃণমূল বিধায়কের বাড়ির পাশের পুকুর থেকে এ কী উদ্ধার হল! ৩২ ঘণ্টা পরও তল্লাশি, অবাক সিবিআই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল