তবে সেই সম্ভাবনা একেবারে পত্রপাঠ নস্যাৎ করেছেন সাংসদ সৌমিত্র খাঁ নিজে। সৌমিত্র খাঁ বলেন, ২০১৯ সালে বিজেপিতে যোগদানের পর থেকে এমন মাঝে মাঝেই রটে যায় সৌমিত্র খাঁ অন্য কোনও দলে চলে যাচ্ছেন। এসবই ভ্রান্ত ধারণা। তিনি বলেন, ”আমি দলের কাজ করে যাচ্ছি।”
আরও পড়ুন: অত্যন্ত সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য, চিকিৎসায় মিলছে না ইতিবাচক সাড়া!
advertisement
লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাবনা প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, ”বাংলায় আমরা ৩৫ টি আসনের লক্ষ্যমাত্রা রেখেছি। আমার ধারণা ২২ টির বেশি আসনে বিজেপি জয়লাভ করবে।” সৌমিত্র খাঁর এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী তথা তৃণমূলের বাঁকুড়া জেলা পরিষদ সদস্যা সুজাতা মণ্ডল।
আরও পড়ুন: পদ হারালেন দিলীপ! ‘দুঃখ’ ভুলতে দিলীপকে দুয়ারে সরকারে যাওয়ার পরামর্শ কুণালের
তিনি বলেন, ”বিজেপির অনেকে পদ হারাচ্ছেন। কে টিকিট পাবেন, কে পাবেন না তা নিয়ে দোলাচলে রয়েছেন। তাই তাঁরা তৃণমূলে আসার চেষ্টা করছেন। কিন্তু তাঁদের মতো আবর্জনাদের জায়গা তৃণমূলে হবে না।” অন্যদিকে সৌমিত্র খাঁর দাবি করা ২২ টি আসনে জয় নিয়েও এদিন কটাক্ষ করেছেন সুজাতা। তাঁর দাবি, ”অমিত শাহ বলছেন ৩৫ টি আসন পাবেন। সৌমিত্র খাঁ বলছেন ২২ টি আসন পাবেন। আগে তাঁরাই ঠিক করুন কতগুলি আসন তাঁরা পাবেন।” পরিস্থিতি যা, সাংসদ ও তাঁর প্রাক্তন স্ত্রীর মধ্যে বাদানুবাদে সরগরম বাঁকুড়ার রাজনীতি।