* ১৬ নম্বর জাতীয় সড়ক বরাবর কোলাঘাটের দিক থেকে আসা যানবাহন, যারা কোনা এক্সপ্রেসওয়ে/হাওড়া-আমতা রোড/হাওড়া-আন্দুল রোড হয়ে দ্বিতীয় হুগলি সেতু যেতে চায়, কলকাতার দিকে যাওয়ার জন্য। *ধুলাগড়-নিবরা-সালোপ-পাকুরিয়া-সিসিআর ব্রিজ হয়ে নিবেদিতা সেতু পেতে পারেন।
* ডানকুনি দিক থেকে আসা যানবাহন, যারা দ্বিতীয় হুগলি সেতু যাবে। তারা কলকাতার দিকে যাওয়ার জন্য নিবেদিতা সেতু ব্যবহার করতে পারে।
advertisement
SSC নিয়োগ পরীক্ষায় বিপুল কড়াকড়ি! পরীক্ষার্থীদের জন্য বড় নির্দেশিকা নবান্নের! জেনে নিন
ডায়বেটিক হয়েও আম খেতে ভালবাসেন? গবেষণায় উঠে এল আশ্চর্য তথ্য… জানলে অবাক হবেন আপনিও!
* কলকাতা থেকে আসা হাওড়াগামী যানবাহন যারা দ্বিতীয় হুগলি সেতু বা হাওড়া সেতু যেতে চায়। তারা নিবেদিতা সেতুতে যেতে পারেন।
* হাওড়া রেলওয়ে স্টেশন/উত্তর হাওড়া থেকে কলকাতাগামী যানবাহন, যারা হাওড়া ব্রিজ বা ২য় হুগলি ব্রিজ পেতে চান তারা জিটি রোড দিয়ে কলকাতার দিকে যেতে পারেন এবং নিবেদিতা সেতু পেতে পারেন।
* কাজীপাড়া এবং দ্বিতীয় হুগলি সেতুর মধ্যে
ফোরশোর রোড – কাজীপাড়া থেকে রামকৃষ্ণপুর ক্রসিং যাবে।
* হাওড়া রেলওয়ে স্টেশন থেকে গ্র্যান্ড ফোরশোর রোড।
* এইচএম বোস রোড/আরবি সেতু/এইচআইটি ব্রিজ থেকে হাওড়া ব্রিজ কলকাতার দিকে
এইচআইটিব্রিজ থেকে আরবি সেতু হয়ে এমবি রোড থেকে এনএস রোড-মল্লিক ফাটাক বেলেপোল থেকে হ্যাংসাং ক্রসিং যেতে পারে।