TRENDING:

Satabdi Roy: বীরভূমের গ্রামে ঢুকতেই বেনজির অভিজ্ঞতা শতাব্দীর! গ্রামবাসীরা যা করলেন, তাজ্জব সাংসদ নিজেই

Last Updated:

Satabdi Roy: এবারের ভোট বীরভূমে নেই অনুব্রত মণ্ডল। বর্তমানে গরু পাচার মামলায় তিহাড় জেলে রয়েছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোলপুর: প্রচারে গিয়ে বীরভূমের মহম্মদবাজারে সেকেড্ডা গ্রামে বিক্ষোভের মুখে সাংসদ শতাব্দী রায়। শতাব্দী রায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখাল এলাকার বাসিন্দারা। এলাকায় দ্বারকা নদীর উপর ব্রিজের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। গ্রামবাসীরা জানাচ্ছেন, ”আপনাকে তো ভোট দিয়েছি। আপনি আমাদের জন্য কী করেছেন! আমাদের কথা কি লোকসভায় তুলে ধরেছেন?”
শতাব্দীকে নিয়ে তুলকালাম
শতাব্দীকে নিয়ে তুলকালাম
advertisement

এই সব প্রশ্নের সদুত্তর দিতে পারেনি শতাব্দী রায়, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পাশাপাশি তারা জানাচ্ছেন শতাব্দী রায় যদি এই এলাকায় ঢোকেন, তাহলে তৃণমূলের ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে। তিনি আমাদের জন্য কোন কাজ করেননি।

আরও পড়ুন: শনি-রবিতেও ‘বাদ’ সায়নী ঘোষ, বড় জল্পনা তৃণমূলের অন্দরেই! ইডি-র ডাকের সাইড এফেক্ট?

প্রসঙ্গত, এবারের ভোট বীরভূমে নেই অনুব্রত মণ্ডল। বর্তমানে গরু পাচার মামলায় তিহাড় জেলে রয়েছেন তিনি। এই পরিস্থিতিতে অনেকটাই দায়িত্ব সামলাতে হচ্ছে শতাব্দী রায়কে। অনুব্রত মণ্ডলের স্টাইলে এলাকার পরিস্থিতির খোঁজও নিচ্ছেন সাংসদ শতাব্দী রায়। যে কোন ভোটের আগে অনুব্রত মণ্ডল দলীয় কর্মী সভা করতেন। সেখানেই চলত সংশ্লিষ্ট বুথ কিংবা অঞ্চল স্তরের নেতাদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্ব। প্রত্যেক বুথের সাংগঠনিক পরিস্থিতির খোঁজ নিতেন অনুব্রত। এবার সেই ভূমিকায় দেখা যাচ্ছে শতাব্দী রায়কে।

advertisement

আরও পড়ুন: সবজিতেই পুড়ছে হাত, সঙ্গী এবার তেলের ঝাঁঝ! সরষের তেলের দামে এবার নাভিশ্বাস উঠবে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রত্যেক বুথ স্তরের নেতাদের এক এক করে বুথের হাল-হকিকতের খবর নিচ্ছেন তাঁরা। সংশ্লিষ্ট বুথের পরিস্থিতিও খাতায় লিখে রাখছেন তিনি। শুক্রবার বিকেলে এমনই দৃশ্য দেখা যায় মহম্মদবাজারের চরিচায় তৃণমূলের কর্মী সভায়। অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দি। কিন্তু তাঁর যে ক্যারিশমা এখনও অব্যাহত, সেই চিত্র জেলার বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে দেখা যায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Satabdi Roy: বীরভূমের গ্রামে ঢুকতেই বেনজির অভিজ্ঞতা শতাব্দীর! গ্রামবাসীরা যা করলেন, তাজ্জব সাংসদ নিজেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল