খুব বেশি পুরাতন স্কুল এমনটা নয়, ২০১২ সালে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের পান্ডু গ্রামের স্কুলের। তবে বর্তমানে শিক্ষকের অভাবে সেই স্কুলের গেটের ঝুলছে তালা! একটা সময় এই স্কুলে পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম থেকে কয়েকশো পড়ুয়া আসত প্রতিদিন পড়াশোনা করতে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের সরকারি ভাবে দেওয়া হয়েছিল দুজন শিক্ষক। গ্রামের ক্লাবের কয়েকজন শিক্ষিত ছেলেকে স্কুলে পড়াতেন ও অন্যান্য কাজও করতেন। এক দশকের মধ্যেই দু’এক বছরের ব্যবধানে দুই শিক্ষক অবসর নিয়েছেন। নতুন করে কোন শিক্ষক বা শিক্ষিকা আর স্কুলে নেই। স্থানীয় শিক্ষিত যুবকরাও আর আসেন না স্কুলে।
advertisement
আরও পড়ুন: ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন হুগলির সাংসদ রচনা, পুন্যস্নান সেরে কী বললেন জানেন?
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্কুলের এইরূপ অবস্থা দেখে নতুন শিক্ষাবর্ষের আগেই স্কুলের পড়ুয়াদের পাঠিয়ে দেওয়া হয়েছে অন্য স্কুলে। জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ কিন্তু সেই সময় থেকে স্কুলে ঝুলছে তালা। স্থানীয় মানুষদের বক্তব্য, স্কুলের নতুনভাবে শিক্ষক নিয়োগ হলে আবারও হয়ত স্কুল খুলবে। স্কুল পরিচালনা কমিটির এক সদস্য তার বক্তব্য, সরকারি জটিলতার কারণে নিয়োগ করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে অভিভাবকরাও আস্থা হারিয়েছেন। তাই তাদের ছেলেমেয়েদের পার্শ্ববর্তী স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করিয়েছে।
রাহী হালদার





