রেডিমেড প্যান্ডেল তৈরি হচ্ছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের বুকে। সুদূর আসাম ও ত্রিপুরা থেকে নিয়ে আসা হয় মুলিবাঁশ। আর সেই মুলিবাঁশ দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন ডিজাইনের মন্ডপ। দামও রয়েছে হাতের নাগালে। সহজেই পুজোর উদ্যোক্তারা এই মন্ডপ কিনে সুন্দরভাবে করতে পারবে সরস্বতী পুজো। ইতিমধ্যেই বেশ কয়েকটি মন্ডপে চলে গিয়েছে রেডিমেড মণ্ডপ। ঝাড়গ্রাম শহরের বুকে দীর্ঘ ৩৫ বছর ধরে মুলিবাঁশ দিয়ে ঘরের সিলিং থেকে শুরু করে বিভিন্ন কাজ করে চলেছে উত্তর ২৪ পরগনা জেলার শ্যামনগরের বাসিন্দা নারায়ণ দাস।
advertisement
আরও পড়ুন: সমাজ সংস্কার ও সচেতনতায় অনন্য ভাবনা! পদ্মশ্রী পাচ্ছেন আইআইটি খড়গপুরের প্রাক্তনী
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বছর সরস্বতী পুজোয় ১০টি রেডিমেড প্যান্ডেল তৈরি করেছে। ইতিমধ্যেই চারটি মন্ডপ রওনা দিয়েছে পুজা মন্ডপে। মুলিবাঁশ, পেরেক, তার দিয়ে তৈরি করা হয় এই রেডিমেড মন্ডপগুলি। রেডিমেড মন্ডপ তৈরির শিল্পী নারায়ণ দাস বলেন, “দিনের পর দিন এই রেডিমেড প্যান্ডেলের চাহিদা বাড়ছে ঝাড়গ্রামে। বিভিন্ন ডিজাইনের মন্ডপ তৈরি করা হয়। প্রতিটি মন্ডল ফোল্ডিং সিস্টেম রয়েছে। সহজেই এখান থেকে দূরদূরান্তে নিয়ে যাওয়া সম্ভব। দামও রয়েছে খুব সামান্য”। মুলিবাঁশ দিয়ে তৈরি এই রেডিমেড মন্ডপগুলির দাম ৭০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে রয়েছে।
ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, গোপীবল্লভপুর, নয়াগ্রামের পাশাপাশি এই রেডিমেড মন্ডপ অর্ডার অনুযায়ী চলে যায় পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডেও। বর্তমান দিনে মাটির তৈরি সরস্বতী প্রতিমার পাশাপাশি বাজার দখল করে রেখেছে খাঁচের তৈরি প্রতিমা। ঠিক তেমনই রেডিমেড মন্ডপ তৈরি কারি শিল্পী আশাবাদী আগামীদিনও রেডিমেড মণ্ডপের চাহিদা আরও বাড়বে।
বুদ্ধদেব বেরা