একটা শ্লেট পেন্সিল অত্যন্ত ভঙ্গুর একটি জিনিস, সেটিকে যত্ন সহকারে খোদাই করে কীভাবে করলেন এমন কাজ শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়? সেই উত্তর তিনি নিজেই দিলেন। ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বলেন, “কুড়ি টাকা দিয়ে একটা শ্লেট পেন্সিলের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। সেই প্যাকেট থেকে একটি স্লেট পেন্সিলের উপরে সুচ দিয়ে একটু একটু করে যত্ন সহকারে খোদাই করে তৈরি করেছি মা সরস্বতীকে। রয়েছে বিনা, রয়েছে হাঁস।”
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
স্কেলের পাশে রাখলে আরও অবাক লাগছে। সাইজ মাত্র সাড়ে তিন ইঞ্চি। দীর্ঘ ৩ দশক ধরে শিল্পচর্চা করছেন শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। তবুও চোখের জোর চশমা লাগলেও কমেনি। বার বার মাইক্রো আর্টে নতুনত্ব কাজ করে থাকেন এই শিল্পী। মা সরস্বতীর মূর্তিটিকে আরও সুন্দর করে প্রস্ফুটিত করতে, লাল রং ব্যবহার করা হয়েছে বিভিন্ন জায়গায়।
বিদ্যার দেবীর আরাধনার আগে বাঁকুড়ায় বিভিন্নভাবে মা সরস্বতীর মূর্তি তৈরি করতে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষকে। এর আগে কালীপুজো ও দুর্গা পুজোর আগে চিত্রশিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় তৈরি করেছিলেন মাইক্রো আর্ট। সরস্বতী পুজোর আগেও সেই একই কাজ করে তাক লাগালেন বাঁকুড়ার এই বাসিন্দা।
নীলাঞ্জন ব্যানার্জী