TRENDING:

Saradha Case: তুমুল আলোড়ন ফেলে এতদিন পর সারদা মামলায় গ্রেফতার আরও ২! কারা তাঁরা? কী হতে পারে, জল্পনা শুরু

Last Updated:

Saradha Case: পঞ্চায়েত ভোটের আবহে সারদা মামলায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতারিতে নতুন গুঞ্জন ছড়িয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি: সারদা মামলায় কাঁথি পুরসভার দুই কর্মচারী গ্রেফতার। হরিপদ চক্রবর্তী ও স্বস্তি চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। সারদার ফাইল লোপাট মামলায় তাঁদের গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। আর এই গ্রেফতারি নিয়েই শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। পঞ্চায়েত ভোটের আবহে সারদা মামলায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতারিতে নতুন গুঞ্জন ছড়িয়েছে।
সারদায় মহাকাণ্ড!
সারদায় মহাকাণ্ড!
advertisement

প্রসঙ্গত, বেআইনি অর্থ লগ্নি সংস্থা সারদার আর্থিক কেলেঙ্কারি নিয়ে তদন্ত চলছে দীর্ঘ পাঁচ বছর ন’মাস ধরে। অভিযুক্ত থেকে ভুক্তভোগী— সকলেই যখন মনে করছেন সিবিআই এ বার সারদা মামলা গুটিয়ে আনবে, ঠিক তখনই নতুন করে রাজ্যের দায়ের করা মামলা নিতে চেয়েছে কেন্দ্রীয় সংস্থা।

আরও পড়ুন: মমতার হাতে আছে এক ছোটখাটো ‘কেষ্ট মণ্ডল’ও! নাম-তথ্য তুলে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

advertisement

সম্প্রতি ঘাটাল আদালত থেকে রাজ্যের একটি মামলাকে আলিপুর আদালতে পাঠাতে অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে, রাজ্যের এই মামলাকে সারদা নিয়ে সিবিআইয়ের প্রধান মামলা আরসি৪ (রেগুলার কেস)-এর অন্তর্ভুক্ত করা হবে। মনে করা হচ্ছে, ঘাটাল ছাড়াও রাজ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অন্য মামলাকে মূল মামলার অন্তর্ভুক্ত করতে পারে সিবিআই। আরসি৪ মামলায় তারা মূল চার্জশিট জমা দিয়েছে আদালতে। অতিরিক্ত ছ’টি চার্জশিটও পেশ করা হয়েছে। তার পরেও তদন্ত চালিয়ে যেতে আদালতের অনুমতি চেয়ে রেখেছে সিবিআই।

advertisement

আরও পড়ুন: ফল ঘোষণার আগেই বিজেপির ‘বিরাট’ জয়, উত্তরের জেলায় বড় ‘খেলা’! বেনজির ঘটনা

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের বেতন জমিয়ে ঘুরছেন দেশে দেশে, 'এই' শিক্ষক একাই বদলে দিচ্ছেন পরিবেশের ভবিষ্যৎ
আরও দেখুন

সুপ্রিম কোর্ট ২০১৪ সালের ৯ মে যখন সিবিআই-কে সারদা-সহ বিভিন্ন লগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্তে নামার নির্দেশ দেয়, তখন রাজ্যের হাতে শতাধিক মামলা ছিল। সিবিআই সেই সব মামলা থেকে কয়েকটি বেছে নিয়ে তিন ভাগে ভাগ করে তিনটি মামলা শুরু করেছিল। আরসি৪-এ ছিল ৫৮টি মামলা। বেশ কিছু মামলা যোগ করে আরসি৫ এবং আরসি৬-এর তদন্ত শুরু হয়। বাকি মামলাগুলি রাজ্যের বিভিন্ন আদালতে চলছিল। এরই মধ্যে সারদা মামলায় রাজ্য পুলিশ দুজনকে গ্রেফতার করায় নতুন করে জল্পনা ছড়িয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saradha Case: তুমুল আলোড়ন ফেলে এতদিন পর সারদা মামলায় গ্রেফতার আরও ২! কারা তাঁরা? কী হতে পারে, জল্পনা শুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল