আদিবাসী ভাষার স্বীকৃতির দাবিতে রেল অবরোধ করে আদিবাসীরা ৷ সাঁওতালি ভাষার স্বীকৃতি-সহ ৯ দফা দাবিতে রেল অবরোধ করে আদিবাসীরা ৷ পাশাপাশি সাঁওতাল সমাজের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির দাবিতে খেমাশুলি ও শালবনিতে রেল অবরোধ করে আদিবাসীরা ৷ খেমাশুলিতে অবরোধের জেরে খড়গপুর-টাটা শাখায় বন্ধ ট্রেন চলাচল ৷ নেকরসিনিতে রেল অবরোধের জেরে খড়গপুর-বালেশ্বর শাখায় বন্ধ ট্রেন চলাচল ৷ বাতিল শালিমার-ভজুডি এক্সপ্রেস, হাতিয়া-খড়পুর প্যাসেঞ্জার এবং হলদিয়া-আসানসোল প্যাসেঞ্জার ৷
advertisement
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে গ্রেফতার আরএসএস নেতা অমলেন্দু চট্টোপাধ্যায়
সোমবার সকাল ৬টা থেকে রেল অবরোধ করে আদিবাসীরা ৷ ঝাড়গ্রামের আশেপাশএর একাধিক জায়গাতে অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি জারি রেখেছে ভারত জাকাত মাঝি পরগনা-সহ আরও বেশ কিছু সাঁওতাল সংগঠন ৷
দক্ষিণ দিনাজপুরেও অবরোধ করেছেন সাঁওতাল সংগঠন ৷ সাঁওতাল ভাষা স্বীকৃতি-সহ ৯ দফা দাবিতে জেলার রাজ্য ও জাতীয় সড়কে অবরোধ করেছেন আদিবাসীরা ৷ পাশাপাশি একই দাবিতে পুরুলিয়াতেও আদিবাসীদের অবরোধ ৷ পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে অবরোধ ৷ হরিডি মোড়েও অবরোধ করেন আদিবাসীরা ৷