পৃথিবীর একক বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ অরণ্য হিসেবে পরিচিত সুন্দরবন। বাইন, গড়ান, সুন্দরী, কেওড়া, পশুরসহ প্রায় একশো প্রজাতীর গাছ নিজের খেয়ালেই ধরে রেখেছে প্রাকৃতিক ভারসাম্য। এই অরণ্যেই অবাধ বিচরণ র্যয়াল বেঙ্গল টাইগারের। কিন্তু, ম্যানগ্রোভেই এবার মাফিয়াদের থাবা। ক্যানিংয়ের মাতলা নদীর চরে ম্যানগ্রোভ অরণ্য কেটে তৈরি হচ্ছে অবৈধ বালি খাদান। দিনে দুপুরে এভাবেই বস্তাবন্দি হচ্ছে বালি।
advertisement
বিষয়টি নজরে আসতেই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বন বিভাগ।
ম্যানগ্রোভ অঞ্চলে গাছ কেটে ভেড়ি তৈরির অভিযোগ নতুন কিছু নয়। শুধু ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসই নয়। মাতলা ব্রিজের তলায় পিলারের গা ঘেসে মাটি কেটে পাচার করছে এক দল মাফিয়া। দিনেদুপুরে সবকিছু হচ্ছে। খাস SDO অফিসের সামনেই নাকি গজিয়ে উঠছে অবৈধ বালি খাদান। অথচ, খবর নেই জেলা পরিষদের সহ সভাধিপতির কাছেই।
মাতলা নদীর পাড়ে গড়ে ওঠা এই ম্যানগ্রোভ অরণ্যেই শীতের মরশুমে পাড়ি দেয় কয়েকশো প্রজাতির পরিযায়ী পাখি। এই অরণ্যই র্যয়াল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, ডলফিনদের সেফ জোন। রয়েছে ইলিশ, ভেটকি, পারসে, পলগা, বাগদার ভাণ্ডার। তাই এভাবের ম্যানগ্রোভ ধ্বংস প্রাকৃতিক ভারসাম্যের পক্ষে বড় ধাক্কা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।