স্কুল গেমস ২০২৪-এর আন্ডার সেভেন্টি গার্লস যোগাসন প্রতিযোগিতায় ৪৭১ পয়েন্ট অর্জন করে দ্বাতীয় স্থান অধিকার করে সঞ্চিতা। শ্যাওড়া ইউনিয়ন হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সঞ্চিতা। বালি ব্যায়াম সমিতিতে যোগাসন শিখছে সে। বিগত প্রায় ৬ বছর ধরে সঞ্চিতা যুক্ত রয়েছে যোগাসনের সঙ্গে।
আরও পড়ুন: আকাশ থেকে তুমুল শব্দ, চলন্ত হেলিকপ্টারে উদ্দাম ঘনিষ্ঠতার অভিযোগ দুই সেনাকর্মীর বিরুদ্ধে
advertisement
এবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে হুগলী জেলার মুখ উজ্জ্বল করেছে সঞ্চিতা। এর পর সে জাতীয় স্তরে প্রতিযোগিতায় যাবে, সেখানেও ভাল ফল করতে প্রস্তুতি শুরু করেছে ইতিমধ্যেই। পরিবারের ইচ্ছে তাঁদের মেয়ে এবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়ে আসুক। কিন্তু তাঁর জন্য আরও বড় জায়গায় মেয়েকে অনুশীলন নিতে হবে। সেখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে অর্থাভাব।
আরও পড়ুন: ‘মামাই আমার সব’! বিদেশি বোনঝির প্রেমে পাগল মামাও, ‘সইতে না পেরে’ ঘটালেন ভয়ঙ্কর ঘটনা
সঞ্চিতার বাবা ভিন রাজ্যে কাজ করে। পরিবারের দাবি সেভাবে তাঁর টাকা উপার্জন হয় না। তাই মেয়েকে কী ভাবে বড় জায়গায় অনুশীলনের জন্য পাঠাবেন সেই চিন্তা গ্রাস করেছে তাঁদের। তাঁদের আবেদন যদি সরকারের পক্ষ থেকে বা কোনও বেসরকারি সংস্থা সঞ্চিতাকে সাহায্য করে তাহলে সে আরও এগিয়ে যাবে এবং রাজ্যের পাশাপাশি সে দেশের মুখো উজ্জ্বল করবে।





